ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন, দক্ষিন কলকাতার এক অনন্য ক্লাব বা পূজা কমিটি বলাই যেতে পারে, তার কারণ তারাই একমাত্র ক্লাব যেখানে দুর্গা পুজোর সময়ে আর্ট কলেজের সকল ছাত্র ছাত্রী কলা বিভাগে ‘ইন্টার্নশিপ’  করে থাকেন। এমনটাই জানান জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে, জিয়ো বাংলার স্টুডিও-তে উপস্থিত থাকা সদস্যদের মধ্যে একজন।

সঞ্চালক নবনীতার সাথে, উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি সঞ্জয় মজুমদার ও সহ-সম্পাদক অমিত ঘোষ। প্রাক রজক জয়ন্তি বর্ষে তাদের এবারের থিম “আবাহনে আলপনা”। দুই শিল্পী পার্থ দাসগুপ্ত ও সুধির রঞ্জন মুখার্জীর যৌথ উদ্যগে ধীরে ধীরে সেজে উঠছে তাদের পূজা মন্ডপ ও প্রতিমা। মহালয়ার পরেই তাদের পুজোর উদ্বোধন, তার পর সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে প্রবেশদ্বার।

অষ্ঠমীতে, সকল পল্লীবাসী তথা দর্শনার্থীদের জন্য থাকবে পেটপুজোর আয়োজন। সকল দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে, সম্পূর্ণ পূজা মন্ডপ ২৪ ঘন্টা সিসিটিভি তত্ত্বাবধানে রাখা হয়। তাছাড়াও থাকে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ২৪ ঘন্টা যার তত্ত্বাবধানে থাকে একজন ডাক্তার ও দুইজন নার্স আর ছোট খাট ‘অপারেশন থিয়েটার’।সদ্য মা হওয়া সকল মহিলাদের জন্য থাকে ব্রেস্ট ফিডিং জোন।

এমন কি পুজোর কাজ করতে এসে যদি কখনও কারোর প্রায় হানী ঘটে তাহলে ক্লাবের তরফ থেকে ৩০ লক্ষ টাকার বিমা-ও করা থাকে তার নামে। ঠাকুরপুকুর এসবি পার্ক পৌঁছনোর বহু রাস্তা আছে, তবে সবচেয়ে সহজ রুট হল দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রয়ে উঠে নামতে হবে কালিঘাট মেট্রো, সেখান থেকে অটো ধরে হয় বেহালা নয় তারাতলা, সেখান থেকে আরও একটি অটে ধরে ঠাকুরপুকুর থানা-র নিকট এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...