থাইল্যান্ড ওপেনের মেন’স্ ডাবলস-এর সেমিফাইনালে উঠলেন দেশের সেরা 'ব্যাডমিন্টন' জুটি সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি। শুক্রবার, ২১-১৭, ১৭-২১ ও ২১-১৯ এ দক্ষিণ কোরিয়ান জুটি চোই সোলগু এবং সে সেউং জে’কে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করেন এই ভারতীয় তরুণদ্বয়।
এই মূহুর্তে বিশ্ব র্যাংকিং-এ ১৭ নম্বর স্থানে রয়েছে এই ভারতীয় জুটি। এ দিন ম্যাচের অন্তিম লগ্ন পর্যন্ত রুদ্ধশ্বাস ভাবে লড়ে গেছেন তারা। যদিও সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা তাদের কাছে নতুন নয়, এর আগে ব্রাজিল ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ও ডেনমার্ক চ্যালেঞ্জ এ সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। তবে ওয়ার্ল্ড ট্যুর স্তরে এটাই তাদের প্রথম সেমিফাইনাল।
বৃহস্পতিবার, ১৬ নম্বর রাউন্ডে বিশ্বের ৭ নম্বর জুটি ইন্দোনেশিয়ার ফজর মহম্মদ ও রায়ান আর্দিয়ান্তো’কে হারানোর পর কোয়ার্টার ফাইনালে সাত্বিক-চিরাগ জুটি’কে ‘ফেভারিট’ হিসেবে ধরা হয়েছিল। সেখানে তারা বিশ্বের ২৭ নম্বর জুটির মুখোমুখি হয়।
গত ৩টি টুর্নামেন্টে অসংখ্য ‘ক্রস শাটল্’ খেলতে দেখা গেছে এই ভারতীয় জুটিকে। অ্যাটাকে বিভিন্নতা এনে বিপক্ষকে চমক দিতেও দেখেছি আমরা। তবে এই টুর্নামেন্টে একেবারে অন্য ছন্দে এই জুটি। অ্যাটাক ও ডিফেন্ডে মুহুর্মুহু পরিবর্তন এনে এবং দ্রুত ফ্ল্যাট স্ট্রোকস্ খেলে বিপক্ষকে নাস্তানাবুদ করতে বাকি রাখছেন না তারা।
সেমিফাইনালে সাত্বিক-চিরাগের সামনে এবার আরেক দক্ষিণ কোরিয়ান জুটি কো সাং হিউং ও শিন বায়েক চেওল। সেমিফাইনাল অতিক্রম করতে পারলে ফাইনালের ছাড়পত্র হাতে পাবেন ভারতের এই সেরা জুটি, সেই আশায় বুক বেঁধেছে গোটা ভারতবাসী।