ওস্তাদ রাশিদ খানের স্বপ্নের ‘টিএফএন ভার্চুয়াল মিউজিক ক্লাব’

শরতের নীল আকাশ মেঘে ছেয়ে সত্যি সত্যি ছায়া নেমেছিল । অঝোরে বৃষ্টি ধারা। টানা তিনদিন ধরে। আর সেই স্রোতে ভেসে গেল দর্শক, শ্রোতারা।
২৫, ২৬ এবং ২৭ সেপ্টেম্বর ব্যাপি ‘টিএফএন ভার্চুয়াল মিউজিক ক্লাব’-এর কনসার্টে। স্ট্রিমিং দেখে শ্রোতাদের বোঝার উপায় ছিল না যে ভার্চুয়াল কনসার্ট। অনবদ্য উপস্থাপনা। দর্শকাসনটা ঠিক কোথায় প্রেক্ষাগৃহে, নাকি ল্যাপটপের সামনে সঙ্গীতের মূর্ছনায় তা এতটুকু বোঝার উপায় নেই!
‘নিও-নর্ম্যাল’ লাইফে মানিয়ে নেওয়াটুকু এতটুকু ছাপ ফেলতে পারেনি পরিবেশনায়। সুরের আন্তরিকতা পূরণ করে দেয় সব ব্যবধান।

‘টিএফএন ভার্চুয়াল মিউজিক ক্লাব’ ওস্তাদ রাশিদ খাঁর স্বপ্ন। ২০২০-তে ২০ বছর পূরণ করল তাঁর মিউজিক অ্যাকাডেমি ‘দ্য ফিফথ নোট গ্লোবাল সেন্টার অফ এক্সিলেন্স’। সেই উপলক্ষেই এই সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা এবং গুরু শিষ্য পরম্পরার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শিল্পীদের সাহায্য করাই ছিল ভার্চুয়াল কনসার্টের মূল উদ্দ্যেশ্য।

পাঁচটি দেশ থেকে সঙ্গীতপ্রেমীরা অংশগ্রহণ করেছিল এই ভার্চুয়াল লাইফ কনসার্টে। গোটা বিষয়টি উস্তাদ রশিদ খানের স্বপ্নের প্রোজেক্ট। ভিশন-২০২০ এর ছত্রছায়ায় ‘টিএফএন ভার্চুয়াল মিউজিক ক্লাব’।
এই মিউজিক ক্লাব গড়ে তোলার মূল কারণগুলিও ভীষণভাবে প্রাসঙ্গিক। শুধুমাত্র অতিমারী বলে নয়, সঙ্গীত শিল্পীদের সংকট এবং পেশার অনিশ্চয়তা আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে আর্থ-সামাজিক পরিস্থিতির কারণে। অতিমারী এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। সঙ্গীতশিল্পী এবং যন্ত্রীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে টিএফএন ভার্চুয়াল মিউজিক ক্লাব। শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন ঘরানার প্রবীণ শিল্পী ও সঙ্গীতকারদের পাশে দাঁড়ানো এই ক্লাবের প্রধান উদ্দ্যেশ্য। প্রবীণ শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীদের প্রতিভার বিকাশেও সাহায্য করবে এই মিউজিক ক্লাব। সঙ্গীত সাধনাই এবং প্রদর্শনই যাদের বেঁচে থাকা সেই সব নতুন প্রতিভা যাতে সঠিক দিশা পায় লক্ষ্যটা সেদিকেই। সঙ্গীতশিল্পীদের পরিবারকেও সাহায্য করার ভাবনা রাখা হয়েছে। তাঁদের সন্তানদের পড়াশোনা বাধাপ্রাপ্ত না হয় সে ব্যাপারে সাহায্য করা হবে।
ওস্তাদজির স্বপ্ন এবং ‘টিএফএন ভার্চুয়াল মিউজিক ক্লাব’-এর প্রথম প্রয়াস দুই সাফল্যের পথে এগোচ্ছে এই কনসার্ট দেখে সে কথাই ভাবছেন নেটিজেনরা। এমন সার্বজনীন ভাবনায় নতুন আশার দিশা সুর-দুনিয়ায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...