শরতের নীল আকাশে মেঘের ভেলা। শিউলি, ছাতিমের গন্ধ। হাওয়ায়-হাওয়ায় দুর্গা পুজোর টান। কিন্তু এই শরতেও ডাক আসে বৃষ্টি ভেজার। হঠাৎ মেঘ ঘেরা আকাশে মেঘমল্লারের রাগিনি। অঝোর ধারায় ভেজে শহর, ভেজে মন।
ভরা শরতে বৃষ্টির শব্দ শোনাবেন ওঁরা। তিনদিন ধরে। ‘সাউন্ড অফ রেইন’ আয়োজনে রশিদ খান মিউজিক একাডেমি ‘দ্য ফিফথ নোট গ্লোবাল সেন্টার অফ এক্সিলেন্স’। স্ট্রিমিং চলবে ২৫, ২৬ এবং ২৭ সেপ্টেম্বর। অংশগ্রহণে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তারকা ব্যক্তিত্বরা।
টিএফএন ভার্চুয়াল মিউজিক ক্লাব সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
উস্তাদ রশিদ খান, আমন খান এবং বাবুল সুপ্রিয় অংশ নেবেন অনলাইন কনসার্টে। এছাড়াও থাকবেন পূর্বায়ণ চট্টোপাধ্যায়, প্রথম চট্টোপাধ্যায়, পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, অনুব্রত চট্টোপাধ্যায়।
২০২০-তে ২০ বছর পূরণ করল রশিদ খাঁর মিউজিক একাডেমি ‘দ্য ফিফথ নোট গ্লোবাল সেন্টার অফ এক্সিলেন্স’। সেই উপলক্ষে এক সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা এবং গুরু শিষ্য পরম্পরার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শিল্পীদের সাহায্য করাই ভার্চুয়াল কনসার্টের মূল উদ্দ্যেশ্য।
পাঁচটি দেশ থেকে সঙ্গীতপ্রেমীরা অংশগ্রহণ করবেন এই ভার্চুয়াল লাইভ কনসার্টে। গোটা বিষয়টি উস্তাদ রশিদ খানের স্বপ্নের প্রোজেক্ট। ভিশন-২০২০ এর ছত্রছায়ায় ‘টিএফএন ভার্চুয়াল মিউজিক ক্লাব’।
এই মিউজিক ক্লাব গড়ে তোলার মূল কারণগুলিও ভীষণভাবে প্রাসঙ্গিক। শিল্প এবং সঙ্গীতের দুনিয়ার পেশাগত অনিশ্চয়তা আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। অনিশ্চিত এবং অস্থির সময়ে সঙ্গীতশিল্পী এবং যন্ত্রীদের কিছুটা অন্তত আলো দেখাবার উদ্যোগ নিয়েছে টিএফএন ভার্চুয়াল মিউজিক ক্লাব। সংস্থার লক্ষ্য একাধিক। বিভিন্ন ঘরানার প্রবীণ শিল্পী ও সঙ্গীতকারদের পাশে দাঁড়ানো। সঙ্গীত সাধনাই এবং প্রদর্শনই যাদের একমাত্র অবলম্বন সেই সব তরুণ সঙ্গীতশিল্পীরা যাতে গানের জগতে বেঁচে থাকার থাকার সুযোগ পায় তার চেষ্টা করা। সঙ্গীতশিল্পীদের পরিবারকেও সাহায্য করার ভাবনা রাখা হয়েছে। তাঁদের সন্তানদের পড়াশোনা বাধাপ্রাপ্ত না হয় সে ব্যাপারে সাহায্য করা হবে।
সঙ্গীত সম্মেলন ছাড়াও ‘কফি স্লিপার’ শিরোনামে একটি অনলাইন চ্যাট-শো হবে ভারতীয় সময় রাত ৯ টা থেকে ১০ টা। অংশ নেবেন প্রসূন যোশী, বাবুল সুপ্রিয় এবং প্রীতম চক্রবর্তী।
ডিজিটাল কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ যাবে শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীদের সাহায্যার্থে। সঙ্গীত দুনিয়ার মানুষদের পাশে দাঁড়াতে এই রকম বড় মাপের ভার্চুয়াল কনসার্ট এই প্রথম। ‘সাউন্ড অফ রেইন’-এর গর্বিত ডিজিটাল পার্টনার জিয়ো বাংলা।