হোয়াটসআপ আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ম্যাসেঞ্জার| এর সাহায্যে খুব সহজেই দূরে থাকা কাছের মানুষের সাথে কথা বলতে এমনকি 'ভিডিও কল'-এ দেখা করতেও সাহায্য করে। সেই হোয়াটসআপে টেক্সট বোমা ভাবা যায়? কি এই টেক্সট বোমা? কি করছে এটা? হঠাৎ দেখলেন আপনার হোয়াটসআপে একটা টেক্সট এল যেটা খোলার সাথে সাথেই ফোনটা নিজেই বন্ধ হয়ে গেল কিংবা ফোনের স্ক্রিন টা অন্ধকার হয়ে গেল। ফোনটা এত গরম হয়ে গেছে যে ধরা যাচ্ছে না, সার্ভিস সেন্টার গিয়েও কাজ হচ্ছে না। ঠিক ভাবছেন এটাই টেক্সট বোমা,যা আপনার প্রিয় ফোনকে টেক্সট ম্যাসেজের মাধ্যমে ক্র্যাশ করিয়েছে। এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশের হোয়াটসআপ ব্যবহারকারীদের ফোনে। এতে ধ্বংস হচ্ছে ফোনের সফটওয়্যার, কেননা টেক্সট ম্যাসেজে লুকিয়ে আছে ফোনের মরণ ভাইরাস।