সালটা ২০০৯, সকাল সাড়ে ৮টা, পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এসে পৌঁছোলো শ্রীলঙ্কার টিম বাস। আর তখনই সকলকে অবাক করে হঠাৎই প্রবল গুলিবর্ষণ শুরু হল শ্রীলঙ্কার টিম বাসকে লক্ষ্য করে। দুষ্কৃতীরা পালিয়ে গেলেও প্রাণ হারালেন বহু নিরাপত্তারক্ষী, আহত হলেন মাহেলা জায়াওয়ার্দানে, অজন্তা মেন্ডিস ও কুমার সমরাভিরা-র মত বহু ক্রিকেটার। সৌভাগ্যবসত কোনও ক্রিকেটার প্রাণ না হারালেও, পাকিস্তানের মাটিতে সেটিই ছিল অন্তিম টেস্ট ম্যাচ। এই দুর্ঘটনার পর থেকে আর কোনও ম্যাচ আয়োজন করার সুযোগ দেওয়া হয়নি পাকিস্তানকে। এমনকি ২০১১ সালের বিশ্বকাপের সহ-আয়োজক দেশের স্বত্ত্ব হারায় তারা। আর তার ঠিক ১০ বছর পর আবার টেস্ট ম্যাচ আয়োজন করতে চলেছে পাকিস্তান। কাকতালিয় ভাবে আবারও প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। দশ বছর আগে যাদের সামনে কলঙ্কিত হয়েছিল পাকিস্তান ক্রিকেট, তাদের হাত দিয়েই আবার টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানের মাটিতে। রাওলপিন্ডি ও করাচির মাটিতে বসতে চলেছে টেস্টের আসর। সূত্রের খবর অনুযায়ী গত মাসেই এই টেস্ট ম্যাচ খেলার কথা ছিল শ্রীলঙ্কার, কিন্তু তাদের ক্রিকেট বোর্ডের তরফ থেকে স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থাকে গ্রিন সিগনাল দেওয়ার পরই অনুমতি দেওয়া হয় দ্বিমুথ করুণারাত্নে-দের। তবে ১০ বছর পরে আবারও পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ হওয়াতে যথেষ্ট উচ্ছসিত পাকিস্তান ক্রিকেট বোর্ড।