ঠান্ডা বাড়লেও ফের ঊর্দ্ধমুখী হতে পারে পারদ

গত দুদিন ধরে ভোরের দিকে শীতের আমেজ বেশ ভালই অনুভূত হচ্ছে| রাতেও গায়ে চাপা দিতে হচ্ছে ভারী চাদর| শীত বুঝি এসেই গেল!কিন্তু না, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত শীতের আমেজ অনুভূত হলেও দুই থেকে তিনদিন পরেই আবারও বাড়তে পারে তাপমাত্রা| 

গত কয়েকদিন ধরে কলকাতার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রির কাছাকাছি| কিন্তু মঙ্গলবার সকাল থেকেই হঠাত পতন হয় পারদের| একধাক্কায় পারদ এসে দাঁড়ায় ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে| সেই হিসেবে মঙ্গলবারই ছিল এই মরশুমের সবচেয়ে শীতলতম দিন| আবহাওয়া দফতরের বক্তব্য, আগামী দুই থেকে তিনদিন এই তাপমাত্রা আরও খানিকটা নামবে| পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া প্রবেশ করতে পারছে না| সেই কারণেই তাপমাত্রার পতন অতটা লক্ষ্যনীয় হচ্ছে না| পশ্চিমী ঝঞ্ঝার বাঁধা সরে গেলেই ঠান্ডা পড়তে শুরু করবে রাজ্যে| আলিপুর আবহাওয়া দফতরের অনুমান, আগামী ১৫ই ডিসেম্বর থেকে কনকনে ঠান্ডা অনুভূত হতে পারে কলকাতায়| 

অন্যদিকে, উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যেই কমতে শুরু করেছে তাপমাত্রা| এই মুহূর্তে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস| শিলিগুড়িতে ১৪.৪, মালদহে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে পারদস্তম্ভ স্থির হয়েছে| দমদমের সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে ১৫.৫ ডিগ্রিতে স্থিতি হয়েছে|       

এটা শেয়ার করতে পারো

...

Loading...