উত্তরে ঘূর্ণাবর্ত, ঠান্ডা কমছে পশ্চিমে

পশ্চিমে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে গতকাল থেকে।  আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গেছে ২৪ ঘন্টায় রাজ্যে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত তৈরী হবার ফলে উত্তরের হাওয়া পশ্চিমে প্রবেশের মুখে বাধা প্রাপ্ত হচ্ছে। এর ফলেই শীতের মরশুমে  হঠাৎ ঠান্ডায় ভাটা পড়ল পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২. ডিগ্রি সেলসিয়াস  আজকের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিসিয়াস এবং সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রায় ওঠা নামা থাকলেও কলকাতা দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে থাকবে কুয়াশার প্রভাব।


উত্তর প্রদেশে তৈরী ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লিতে ঘূর্ণাবর্তের জন্য ছত্তিশগড় সংলগ্ন এলাকা এবং বিহারেও বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতা দক্ষিণবঙ্গ সংলগ্ন এলাকায় বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই কিন্তু আকাশে থাকবে কুয়াশা। ঘূর্ণাবর্তের প্রভাব কেটে গেলেই আরও বেশ কিছুদিন কনকনে শীতের আমেজ উপভোগ করতে পারবে রাজ্যবাসী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...