আপাতত বিশ্রামে ব্যস্ত- রোশনি ভট্টাচার্য

কালারস বাংলা চ্যানেলে শেষ হতে চলেছে ধারাবাহিক 'আলোয় ভুবন ভরা' এক অ্যাসিড আক্রান্ত মেয়ের জীবনকাহিনি এই ধারাবাহিকের রসদ। শ্রুতি নামের সেই মেয়ে লড়াকু, জেদি, প্রতিশোধপরায়ণ। একইসঙ্গে সংসারী। প্রিয় বন্ধুকেই বিয়ে করে সে। সেই বন্ধুর দাদার সঙ্গেই বিয়ে হওয়ার কথা ছিল শ্রুতির। গল্পের ভাঁজ অনুযায়ী শ্রুতির জীবন যায় পালটে। বাকিটা টেলিপ্রেমী দর্শক ভালোই জানেন। এবার এই ধারাবাহিকের বিদায়বেলা আসন্ন। আগামী ১৩ এপ্রিল শেষ হতে চলেছে 'আলোয় ভুবন ভরা'। শেষলগ্নের শুটিং-ও গুটিয়ে ফেলা হয়েছে। এই ধারাবাহিকের শ্লটে আসছে আরও দুই মেয়ের জীবনের লড়াই। নাম তাদের কণক ও কাঁকন। ধারাবাহিকের নাম 'কণক কাঁকন' সম্প্রচারিত হবে আগামী ১৫ এপ্রিল থেকে

তবে, 'আলোয় ভুবন ভরা' ধারাবাহিকের শ্রুতি অর্থাৎ রোশনি ভট্টাচার্য অভিনীত আগামী ধারাবাহিক কী তা জানা যায়নি এখনও। রোশনিকে ফোন ঘোরাতে তিনি জানান- "আপাতত বিশ্রাম পর্ব চলছে। একটা মেগা সিরিয়ালে লিড রোলে কাজ করা মানে প্রতিদিনই শুটিং থাকবেই থাকবে। আমার ক্ষেত্রেও সেটাই হত। তার উপরে আমার মেক আপ করতে সময় লেগে যেত প্রায় দু'ঘণ্টা'। আমার মুখের একটা পাশ পুরো পোড়া দেখানো হয় ধারাবাহিকে। সেই মেক আপ করতে যতটা সময় লাগত, তুলতে তার থেকেও বেশি সময় ব্যয় হত। আর আমি সেই মেক আপ তুলতাম প্যাক আপ হয়ে গেলে। সুতরাং সারাদিনের একটা ঝক্কি থাকত। আমরা সবটাই করি চরিত্রের প্রয়োজনে, একটা ধারাবাহিককে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলতে। সেই জায়গায় টিম 'আলোয় ভুবন ভরা' জয়ী হতে পেরেছে। এরকম একটা বিষয় নিয়ে বাংলা ধারাবাহিকে সচরাচর কাজ হয় না। এবার হল। আর সেটাতে আমি অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এরপর কোন রোলে আমাকে দর্শক পাবেন এখনও আমি নিজেও জানি না। তবে, অভিনয় তো করবই। একটা ভাল, বলিষ্ঠ চরিত্রের অপেক্ষায় আছি।"

ছোট থেকেই রোশনির ফ্যাশন ডিজাইনার হওয়ার বড় শখ। আবার ছাত্রী ছিলেন মাস কমিউনিকেশনের, সঙ্গে ছিল ভিডিওগ্রাফি। এহেন রোশনি হঠাতই হয়ে গেলেন অভিনেত্রী। অভিনয় চালিয়ে যাওয়ার পাশাপাশি বুটিক খোলার ইচ্ছা রয়েছে রোশনির। প্রসঙ্গত, আজকাল বেশিরভাগ অভিনেত্রীরাই অভিনয়ের পাশাপাশি শাড়ি-গয়নার বুটিক খুলছেন। রোশনির যে তাঁদের দেখাদেখি ইচ্ছে হয়েছে তেমনটা নয়। এই ইচ্ছা তাঁর বহুদিনের। তবে, যা করবেন তা বাড়িতেই করার পরিকল্পনা রয়েছে তাঁর। কারণ অভিনয়ের পিছনে অনেকটা সময় দিতে হবে এবং দিতেও চান তিনি।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...