তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

কলকাতার বড় পুজোর লিস্ট ধরে যদি নাম বলা যায়, তাহলে কিন্তু বেশ উপরের দিকেই থাকবে তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের দুর্গাপুজো প্রতি বছরই দর্শকদের আকৃষ্ট করে এবং মোহিত করে। আর এবছরও তার অন্যথা করতে চাইছে না।

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাস্টুডিওতে উপস্থিত ছিল তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোতসব কমিটি। সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন কমিটির যুগ্ম সম্পাদক শীতলচন্দ্র মজুমদার, সহ-সভাপতি মুকুন্দ দত্ত এবং সম্পাদক অমৃত সাউ

এই বছর তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো ৫৪ বছরে পা দিতে চলেছে। আর এই বছর দর্শনার্থীদের জন্য বিশেষ চমকের ব্যবস্থা করেছে তারা। যে কারণে তারা এখনও তাদের থিমের কথা জানায়নি কাউকে। তবে এই বছর তাদের শিল্পী প্রদীপ রুদ্র পাল।এছাড়া অষ্টমীর দিন তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে দুঃস্থদের জন্য বস্ত্র বিতরণ করে থাকে।

ঐদিনই মায়ের প্রসাদভোগ পাড়ার মানুষ থেকে শুরু করে সাধারণ দর্শনার্থীদের মধ্যে বিলি করে দেওয়া হয় কমিটির তরফ থেকে।তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো দেখতে গেলে দমদম কিংবা কবি সুভাষগামী কোনও মেট্রোয় উঠে নামতে হবে শ্যামবাজার মেট্রো স্টেশনে। সেখান থেকে মুচিবাজার যাওয়ার বাস ধরে নামতে হবে মুচিবাজার স্টপেজে। সেখান থেকে কিছুটা হাটলেই পেয়ে যাবেন তাদের পুজোমন্ডপ। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...