বর্তমান সময়ে জালিয়াতির সংখ্যা বেড়েই চলেছে। প্রতারকরা বিভিন্ন উপায়ে মানুষকে ঠকিয়ে তাদের সর্বস্ব লুট করে নিচ্ছে। আর এই জালিয়াতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল ফোনকল। ভয় দেখিয়ে প্রতিদিন বহু মানুষকে প্রতারিত করা হচ্ছে। এবার এমন জালিয়াতি ঠেকাতেই নয়া সিদ্ধান্ত নিল ট্রাই (TRAI)।
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) টেলিকম অপারেটরদের ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখতে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে। এই কারণে নতুন নিয়ম পরিবর্তনের কথা ভাবা হয়েছিল, যার সম্ভাব্য শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু বর্তমানে TRAI সেই শেষ তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, TRAI –এর নয়া নিয়মে এই সময়কাল ১ মাস বৃদ্ধি পেয়েছে। ১ ডিসেম্বর অবধি সময়ে এই নতুন নিয়ম কার্যকর করতে হবে। এই কারণে টেলিকম সংস্থাগুলিকে বাণিজ্যিক বার্তাগুলির জন্য নতুন ট্রেসেবিলিটি নিয়ম কার্যকর করার জন্য ১ বাস বেশি সময় পাবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন টেলিকম কোম্পানি, যেমন রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া, এয়ারটেল এবং বিএসএনএল-এর গ্রাহকরা প্রতারকদের প্রতারণার হাত থেকে মুক্তি পাবে। আশা করা যায় যে এই মডেলটি শীঘ্রই জালিয়াতি বন্ধ করতে সহায়তা করবে।
নতুন নিয়মের তালিকাঃ
১। ফোনে আসা কল এবং বার্তাগুলি টেলিকম অপারেটরদের দ্বারা প্রি-স্ক্রিন করা হবে
২। এই নম্বরগুলির কিছু কীওয়ার্ড সনাক্ত করে, সেই বার্তা এবং কলগুলি অবিলম্বে ব্লক করা হবে
৩। সিম কার্ড ব্যবহারকারীরা অভিযোগ করলে ওই মেসেজ এবং কল নম্বর ব্লক করে দেওয়া হবে।