চালু হয়ে গেল তেজস পরিষেবা

 শুক্রবার দিল্লি-লখনৌ রুটে তেজস পরিষেবা চালু হয়ে গেল। লখনৌ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু করেন। প্রথম দিনের ট্রেনের সকল যাত্রীদের তিনি শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি জানান, তাঁর আশা, দ্রুতই দেশ জুড়ে এই রকম একাধিক ট্রেন চালু করবে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন।

                লখনৌ থেকে দিল্লি পৌঁছতে তেজসের মাত্র ৬ ঘন্টা লাগবে। মাঝখানে কানপুর ও গাজিয়াবাদে ট্রেনটি দাঁড়াবে। স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের থেকেও এই ট্রেন দ্রুত চলবে। প্রতিদিন তেজস দিল্লি থেকে দুপুর ৩টে ৩৫ মিনিটে ছাড়বে। যা লখনৌ এসে পৌঁছবে রাত ১০টা ৫ মিনিটে। অপরদিকে লখনৌ থেকে ভোর ৬টা ১০ মিনিটে ছেড়ে তেজস দিল্লি পৌঁছবে দুপুর ১২টা ২৫ মিনিটে। ট্রেন এক ঘন্টা দেরি করলে প্রত্যেক যাত্রীকে ১০০ টাকা করে ফেরত দেওয়া হবেদু'ঘন্টা লেট হলে যাত্রীরা পাবেন ২৫০ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, ঝাঁ চকচকে এই ট্রেনে উঠলেই প্রত্যেক যাত্রী বীমার আওতায় চলে আসবেন। সর্বোচ্চ ২৫ লক্ষ টাকার বীমা করা হয়েছে যাত্রীদের জন্য।

                 ৯ টি এসি কোচের মধ্যে সবকটি কোচেই থাকছে চেয়ারকার, এছাড়াও রয়েছে একটি একজিকিউটিভ চেয়ার কার। ট্রেনের মধ্যেই থাকছে চা ও কফি মেশিন। ৬০ দিন আগে থেকে বুক করা যাবে এই ট্রেনের টিকিট।  যাত্রী নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি। ট্রেনের দরজায় থাকছে সেন্সর, নিজে থেকেই খুলে যাবে দরজা। রয়েছে বিশেষ কলিং সিস্টেম। ৫ অক্টোবর থেকে ব্যবসায়িক যাত্রা শুরু করবে ভারতের প্রথম প্রাইভেট ট্রেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...