রবীন্দ্রনাথের গানে সিসপিয়া

রবীন্দ্রনাথের গান আমাদের আত্মায় বাস করে। আমাদের যাপনে আনন্দে, বেদনায়, সমস্ত অনুভূতির প্রকাশে তার জড়িয়ে থাকা। তাঁর গানের বাণী আমাদের হৃদয় থেকে উচ্চারিত হয়। স্মৃতি সত্ত্বায় বাসা বাঁধে।

গীতবিতানের পাতায় পাতায় সুরের ভুবন। সুর আর বাণীর লীলাখেলা। অবচেতনের ঘুম ভেঙে যায় সুরের অনুরণন। সৃষ্টির মধ্যেই স্রষ্টাকে ছুঁতে পারা। সীমাহীন অসীমের প্রতি আপন আত্মার উন্মোচন। সেখানেই তাঁর অধিষ্ঠান। আমাদের অন্তরে এভাবেই আছেন তিনি। রবীন্দ্রনাথ।

শ্রাবণ মাস তাঁর চলে যাওয়ার মাস। কবি মৃত্যুকে চেয়েছিলেন শ্যাম সখার মতো। বিচ্ছেদ নয়, যন্ত্রণা নয়, বরং মুক্তি। নশ্বর জীবন থেকে মুক্তি।তাই রবীন্দ্রনাথের গানে মৃত্যু শাশ্বত সত্য। বেদনাহীন আত্মনিবেদন।

রবীন্দ্রনাথের সেই গান বিশিষ্ট শিল্পী সিসপিয়া ব্যানার্জী কণ্ঠে। ‘তোমার অসীমে’ গানটিকে নতুন ভাবে উপস্থাপন করেছেন শিল্পী। একদম অন্যরকম মিউজিক অ্যারেঞ্জমেন্ট। চেনা গানকে ভিন্ন চেহারা দিয়েছে। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে এসডিপি ভেঞ্চার থেকে গানটি রিলিজ হয়। কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ। এই সংস্থা র্শট ফিল্ম এবং মিউজিক অরিজিন্যালসও প্রযোজনা করে থাকে।

সিসপিয়া রবীন্দ্রসঙ্গীত ছাড়াও আধুনিক গান, ক্ল্যাসিকালের চর্চাও করেন। বিদেশে নিয়মিত অনুষ্ঠান করে থাকেন তিনি।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...