হারিয়ে গেছে যারা

সালটা ২০০৮, বিসিসিাইয়ের হাত ধরে ভারতে শুরু হল এক নতুন ক্রিকেট টুর্ণামেন্ট, আইপিএল।  ভারতের বিভিন্ন শহর থেকে ৮টি দল বাছাই করে শুরু হল নতুন টি-২০ লিগ মাত্র ১১ বছর বয়স আইপিএল-এর কিন্তু এইটুকু সময়ের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট দরবারে খুবই জনপ্রিয়  হয়ে উঠেছে আইপিএল। সময়ের সাথে সাথে বদলেছে মালিকানা প্রথমে ছিল ডিএলএফ আইপিএল, তারপর হল ভিভো, বর্তমানে পেপসি। এই ১১ বছরে শুধু মালিকানা-ই নয় বদল হয়েছে দলেও। অনেক নতুন দল এসেছে আর গেছে কিন্তু মোট দল সংখ্যায় কিন্তু কোনও দিন  বদল হয়নি। তেমনই কিছু দলের নাম জানানো যাক আপনাদের যারা থাকলে হয়ত ২মাসেই শেষ হয়ে যেত না আইপিএল।

কোচি টাস্কার্স কেরালা – ২০১১ সালে তৈরী হয় এই দল। অধিনায়ক ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়ওয়ার্দানে

ডেকান চার্জার্স – ২০০৯ সালে ডেকান ক্রনিকেল্স হায়দ্রাবাদের ফ্রাঞ্চাইজি কেনে। অধিনায়ক ছিল অ্যাডাম গিলক্রিস্ট। পরবর্তীকালে ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের আত্মপ্রকাশ ঘটে।

পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া -  কেরালার পাশাপাশি ২০১১ সালে প্রথমবার আত্মপ্রকাশ ঘটে তাদের। অধিনায়ক ছিল যুবরাজ সিং

গুজরাত লায়ান্স – দুবছর রাজস্থান ও চেন্নাইয়ের নির্বাসন চলাকালিন গুজরাত লায়ন্সের আত্মপ্রকাশ ঘটে। অধিনায়ক ছিল সুরেশ রায়না

রাইসিং পুনে সুপার জায়েন্টস – ২০১৬ সালে রাজস্থান ও চেন্নাই নির্বাসিত হলে পড়ে আত্মপ্রকাশ ঘটে রাইজিং পুনে সুপার জায়েন্টসের। অধিনায়ক ছিল ধোনি। 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...