১৪ জুলাই রাশিয়ায় আয়োজিত হতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপ। দীর্ঘ ২ বছরের কোয়ালিফাইয়ার রাউন্ড থেকে নির্বাচন করা হয় কোন কোন দল আগামি ফুটবল বিশ্বকাপে অংশগ্রহন করতে পারবে। আয়োজক দেশ ছাড়া বাকি ৩১টি দলকে কোয়ালিফায়ার রাউন্ড খেলতে হয়। ২০১৮-র বিশ্বকাপে এই কোয়ালিফায়ার রাউন্ডে বদলেছে অনেক হিসাব, ঘটেছে অনেক দুর্ঘটনা। কোয়ালিফায়ার থেকে ফুটে গেছে অনেক তাবড় তাবড় দল। ২০১৮-র ফুটবল বিশ্বকাপে যেই দলগুলি খেলতে পারবে না তার একটি তালিকা দেওয়া হল
৫) মার্কিন যুক্তরাষ্ট্র
ওয়াল্ড কাপ কোয়ালিফায়ারে মেক্সিকো এবং কোস্টা রিকার কাছে পরাজিত হয়ে ২০১৮ সালের বিশ্বকাপ সফরের আশা শেষ হয়ে যায় তাদের।
৪) চিলি
ব্রাজিলের মত দলকে ২ – ০ গোলে হারিয়ে কোয়ালিফায়ারের শুরুটা ভাল করলেও পরের দিকে গিয়ে খেলার ধার পড়ে যায়। সেকেন্ড লেগের ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে ছিটকে যায় অ্যালেক্সিস স্যানচেজ এন্ড কোঃ।
৩) ক্যামেরুন
আর্ফিকার ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে উজ্বল দল হল আর্ফিকা। এখন পর্যন্ত ৭টি বিশ্বকাপ খেলার শিরোপা আছে তাঁদের। কিন্তু এদের বিশ্বকাপ কোয়ালিফায়ারের নিয়োম এতটাই কঠিন যে প্রত্যেকবার কোনো না কোনো বিখ্যাত দল ঠিক ফুটে যাবেই। পাঁচটি গ্রুপের শীর্ষে যারা থাকে তারাই একমাত্র বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে। সেক্ষেত্রে ১৩টি ম্যাচ খেলে মাত্র ৫টিতে জয় পাওয়ার ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা।
২) নেদারল্যান্ড
এই নিয়ে পর পর দুবার ওয়াল্ডকাপ কোয়ালিফায়ার থেকে ছিটকে গেল তারা। একসময় যেই দল তাদের স্পিড আর কাউন্টার অ্যাটাকে মাঠ দাপিয়ে বেড়াত সেই দলের এই দুর্দশা দেখে চিন্তিত বিশ্বের ফুটবল মহল। বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ডে চতুর্থ স্থানে শেষ করে বিশ্বকাপের আশা শেষ হয়ে যায় তাদের।
১) ইতালি
আগামী ফুটবল বিশ্বকাপের সবচেয়ে মর্মান্তিক ঘটনা যদি কিছু হয় তবে তা হল ইতালির কোয়ালিফাই না করতে পারে। ৪বার বিশ্বকাপ জয়ী এই দলের বিশ্বকাপে না থাকা মেনে নিতে পারে নি অনেক ফুটবল প্রেমি।