নারী সুরক্ষা আরো জোরদার করতে ঢেলে সাজানো হচ্ছে পুলিশ বাহিনীকে| এই নতুন বাহিনীর অধিকাংশই মহিলা পুলিশ| তাদের কে দেওয়া হবে ৪০ টি স্কুটি| এছাড়াও আরো ২৭ টি গাড়ি নিয়ে তৈরী হচ্ছে এই বিশেষ বাহিনী| থাকছেন সার্জেন্টরাও। সোমবার লালবাজারে মোট ৬৭টি স্কুটি ও গাড়ি নিয়ে তৈরি এই বাহিনীর উদ্বোধন করলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। নতুন বাহিনী গড়ে বড়দিনের আগে শহর বাসীকে উপহার দিল কলকাতা পুলিশ |
বড়দিন ও নববর্ষ। পার্ক স্ট্রিট ও শহরের অন্য অংশেও জমবে মানুষের ভিড়। এই সময় ভিড়ের মধ্যে ইভটিজার ও রোমিওদের মধ্যে রাস্তায় মহিলাদের ইভটিজিংয়ের প্রবণতা থাকে। তাই শহরের এই অঞ্চলগুলিতেও নতুন নারী সুরক্ষা বাহিনীর বিশেষ নজর থাকবে বলে জানিয়েছে পুলিশ।
রাতবিরেতে ছাড়াও দিনেরবেলাতেও মহিলাদের নিরাপত্তা দিতে কাজ করবে এই বাহিনী| শুধুমাত্র এই টিমেই কাজ করবে ৪০ টি স্কুটি| তারমধ্যে ১০ টি উইনার্স এর নতুন টিম| স্কুটির সঙ্গে ২০ টি টহলদার গাড়িকেও যুক্ত করা হচ্ছে| কলকাতার ৯ টি ডিভিশনের প্রত্যেকটি থানায় সমানভাবে এই স্কুটি ও বাইক মোতায়েন করা হবে| যাতে শহরের যেকোনো প্রান্তেই প্রয়োজন পড়ুক না কেন দ্রুত সেখানে পৌঁছে যাবে এই বিশেষ বাহিনীর সদস্যরা|
উল্লেখ্য, গত শুক্রবার অ্যালেন পার্কে নারী ও বৃদ্ধ-বৃদ্ধাদের সুরক্ষার জন্য নতুনভাবে তৈরি হওয়া কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপের উদ্বোধন করেন কমিশনার| সেকানে সংযুক্ত করা হয়েছে লাল রঙের ‘প্যানিক বাটন’। কোনও মহিলা এই প্যানিক বাটনে চাপ দিলে সরাসরি ১০০ ডায়ালে কলটি সেকেন্ডের মধ্যেই চলে যাবে লালবাজার কন্ট্রোলরুমে| ৩ মিনিটের মধ্যেই নারী সুরক্ষা বাহিনীর কোনও স্কুটি বা গাড়ি এসে হাজির হবে মহিলাকে সাহায্য করতে বলে কোলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে |