এবার বিশ্বকাপে নামার আগে টিম ইন্ডিয়া জন্যে এটা শেষ প্রস্তুতির মঞ্চ হতে চলেছে। ঘরের মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। সোমবার রাতে সেই সিরিজের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেখানেই রয়েছে বিশেষ এক চমক। দেখে নেওয়া যাক, কি সেই চমক?
তিন ম্যাচের এই সিরিজে দুই ভাগে দল ঘোষণা করা হয়েছে। প্রথম দু’টি এক দিনের ম্যাচের দল আগে ঘোষণা করা হয়েছে। তার পরে তৃতীয় ম্যাচের দল ঘোষণা করা হয়েছে। আর সেখানেই দেখা দিয়েছে সেই চমক। প্রথম এক দিনের ম্যাচে বদলে গিয়েছে অধিনায়ক ও সহ অধিনায়কের নাম। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। প্রথম দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল ও সহ অধিনায়কত্ব করবেন রবীন্দ্র জাদেজা। তৃতীয় ম্যাচে ফের দায়িত্ব ফিরে পাবেন রোহিত শর্মা। এছাড়াও, বিশ্বকাপের যেই প্রাথমিক স্কোয়াড রয়েছে তার বাইরে একাধিক অন্য নাম দেখা গিয়েছে এই সিরিজে। দলে সামিল করা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকেও।
প্রথম দুই এক দিনের ম্যাচে বেশ কিছু তরুণ খেলোয়াড় সুযোগ পেয়েছেন।তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, রুতুরাজ গায়কোয়াড়রা বিশ্বকাপের স্কোয়াডে না থাকলেও, তাঁদের এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু একটাই বাড়তি সংযোজন রয়েছে সেটা হল রবি চন্দন অশ্বিন। ২০২১ সালের ডিসেম্বরে শেষ ভারতের হয় এক দিনের ম্যাচ খেলেছিলেন অশ্বিন। তার ঠিক ২০ মাস পরে ফের জাতীয় দলে ফিরলেন তিনি। অনেকেই মনে করছিলেন যে বিশ্বকাপের দলে এক জন অফ স্পিনারের অভাব রয়েছে, সেই কারণেই হয়েতো দলে অশ্বিনকে আনা।
২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার এই এক দিনের ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচ হবে শুক্রবার, ২২ সেপ্টেম্বর, মোহালিতে। দ্বিতীয় ম্যাচটি রবিবার, ২৪ সেপ্টেম্বর, ইন্দোরে এবং তৃতীয় ম্যাচটি খেলা হবে, বুধবার, ২৭ সেপ্টেম্বর, রাজকোটে।
এবার দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াডঃ
প্রথম দুই ম্যাচের দল- কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ইশান কিশান, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
তৃতীয় ম্যাচের দল- রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিশান, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল (ফিট হলে), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।
অন্যদিকে দেখে নেওয়া যাক এই একদিনের ম্যাচের অস্ট্রেলিয়া দলের স্কোয়াডঃ
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জোশ হ্যাজেলউড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), স্পেনসার জনসন, মার্নাস লাবুসচেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সংঘ, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ , মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।