অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে ভারতীয় দল। এই জয়ের পাশাপাশি নতুন রেকর্ড করে ফেলেছে ভারতীয় দল।
২০০ রান তাড়া করে জয়ের ক্ষেত্রে ভারতীয় দলের কাছে এই রেকর্ড তৃতীয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০৯ রান তাড়া করে জেতে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০৭ রান টার্গেট নিয়ে জেতে ভারতীয় দল ২০০৯ সালে। এই টার্গেট তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করার ক্ষেত্রে ভারতীয় দলের কাছে রেকর্ড। এই জয় ভারতীয় দলকে এই নতুন রেকর্ড এনে দিয়েছে। এই নিয়ে ২০০ রান তাড়া করে জেতার ক্ষেত্রেও ভারতীয় দল নতুন রেকর্ড করেছে। মোট ৪ বার ২০০ রান তাড়া করে জয় পেয়েছে ভারতীয় দল। যা অন্য কোনও দল এখনও অবধি করেনি। এই জয়ের ফলে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে ১২টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে এটি চতুর্থ জয় ভারতীয় দলের কাছে। সব মিলিয়ে এই জয়ের ফলে দুরন্ত ছন্দ পেয়ে গেছে ভারতীয় দল। এই ছন্দ ধরে রাখতে পারলে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে জেতার আশা করতেই পারে তামাম ভারতবাসী।