ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন- এ শিক্ষকের সাক্ষাৎকার

সরস্বতী পুজোর সকালে জিয়ো বাংলার ক্যামেরা পৌঁছে গিয়েছিল শহরের বিভিন্ন স্কুল ও কলেজে| বাদ পড়েনি ‘ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন'। কথা বলে নিয়েছিলাম এই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় ইনাম হোসেনের সাথে, তাঁর মতে এই স্কুলের পুজোয় ছাত্রদের অংশগ্রহণ অনন্য রকমের এক মাত্রা যোগ করে| শুধুই বর্তমানের ছাত্ররাই নয় অংশগ্রহণ করেন প্রাক্তন ছাত্ররাও| এ প্রসঙ্গে তিনি এই স্কুলের অতীতে কৃতি ছাত্রদের কথাও তুলে ধরেন এবং আজ তাদের অংশ গ্রহণ স্কুলের পুজোয় অন্য মাত্রা আনে এছাড়াও ৭৪ সালের এই স্কুলের ছাত্ররা এদিন সেই সময়ের শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করবেন সেকথাও জানান তিনি| এছাড়াও ছিল এদিন এই স্কুলের ছাত্রদের নিজ হাতে তৈরী করা নানা আঁকা ছবি ও শিল্পকলা|

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...