বিদ্যার দেবীর আরাধনার প্রাক্কালে বিদ্যাদাতাদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। শিক্ষকরা এবার থেকে নিজেদের জেলার স্কুলেই চাকরি করার সুযোগ পাবেন। ট্যুইট করে এই সুখবর জানান তিনি। মঙ্গলবার সকালে তিনি ট্যুইট করেন, 'আমাদের শিক্ষক ও ছাত্রদের নিয়ে আমরা গর্বিত।' তিনি আরও জানান, আমাদের সব শিক্ষককে শ্রদ্ধা জানানোর সেরা সময় সরস্বতী পুজো। যাঁরা একটি সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষকরা নিজেদের জেলায় পোস্টিং পাবেন।
We are proud of our teachers and our students. Teachers are the main guardians, who have a huge contribution towards our society and Nation building through nurturing our students for becoming true leaders of tomorrow. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2020
এর আগে সাধারণত নিজের জেলার বাইরে যেতে হত শিক্ষকদের। ফলে স্কুলে যাওয়ার জন্য তিনেক শিক্ষকেই প্রতিদিন বেশিরভাগ সময় যাতায়াতেই ব্যয় করতে হত। অথবা বাড়ির বাইরে থেকে স্কুলে পড়াতে হত। এবারে থেকে সেই ঝুঁকি কমতে চলেছে। যাদের হাতে দেশের ভবিষ্যৎ তৈরির দায়িত্ব রয়েছে, তাঁরাই যদি মানসিকভাবে শান্তিতে না থাকেন, তাহলে কাজে মন দিতে পারেন না। সেই কারণেই এমন সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষদের শুভেচ্ছাও জানিয়েছেন।
This historic decision will help them take care of their own families and work with complete peace of mind and full attention while contributing to the great work of Nation building. My best wishes to everyone!(3/3)
— Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2020