রাজ্যের শিক্ষকদের নিজের জেলায় চাকরির সুযোগ

 

বিদ্যার দেবীর আরাধনার প্রাক্কালে বিদ্যাদাতাদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রীশিক্ষকরা এবার থেকে নিজেদের জেলার স্কুলেই চাকরি করার সুযোগ পাবেন। ট্যুইট করে এই সুখবর জানান তিনি। মঙ্গলবার সকালে তিনি ট্যুইট করেন, 'আমাদের শিক্ষক ও ছাত্রদের নিয়ে আমরা গর্বিত।' তিনি আরও জানান, আমাদের সব শিক্ষককে শ্রদ্ধা জানানোর সেরা সময় সরস্বতী পুজো। যাঁরা একটি সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষকরা নিজেদের জেলায় পোস্টিং পাবেন।

               এর আগে সাধারণত নিজের জেলার বাইরে যেতে হত শিক্ষকদের। ফলে স্কুলে যাওয়ার জন্য তিনেক শিক্ষকেই প্রতিদিন বেশিরভাগ সময় যাতায়াতেই ব্যয় করতে হত। অথবা বাড়ির বাইরে থেকে স্কুলে পড়াতে হত। এবারে থেকে সেই ঝুঁকি কমতে চলেছে। যাদের হাতে দেশের ভবিষ্যৎ তৈরির দায়িত্ব রয়েছে, তাঁরাই যদি মানসিকভাবে শান্তিতে না থাকেন, তাহলে কাজে মন দিতে পারেন না। সেই কারণেই এমন সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষদের শুভেচ্ছাও জানিয়েছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...