"নান্দীকার"- প্রধান মুখ তথা বাংলা নাট্য জগতের বিশিষ্ঠ ব্যক্তিত্ব রুদ্র প্রসাদ সেনগুপ্ত দীর্ঘ ২৫ বছর পর সিনেমায় অভিনয় করতে চলেছেন। ছবির নাম "পূর্ব পশ্চিম দক্ষিণ(উত্তর আসবেই)"। পরিচালক রাজর্ষি, রুদ্র প্রসাদ সেন গুপ্তেরই ছাত্র। জানা গেছে, তন্ত্র সাধনা ঘিরেই এই ছবির গল্প। তন্ত্র সাধনা নিয়ে মানুষের মনে অনেক অজানা ভয় বা কৌতূহল রয়েছে। তন্ত্র মানে ত্রাণ। এই সাধনার পথে প্রকৃত সাধুর নানা ভাবে সাধনার পথে সাধারণের মঙ্গলের জন্য নানা পথ অতিক্রম করেন। এই সংক্রান্ত তিনটি গল্পের আঁধারে নির্মিত হবে রাজর্ষির এই ছবি। তবে শিক্ষককে অভিনেতা হিসেবে পেয়ে যথেষ্ঠ উৎফুল্ল ছাত্র।