বর্তমানে প্রায় বেশিরভাগ গ্রাহকই চাইছেন এই এসইউভি গাড়ি কিনতে। তাই এখন অনেক কোম্পানি এই গাড়ি তৈরিতে ব্যস্ত। অন্যদিকে টাটা মোটরস এখন সবথেকে বেশি বিক্রি করছে এই এসইউভি গাড়ি। তারই মধ্যে দেখা গেল একটা দুর্দান্ত মডেল। টাটা নেক্সন।
TATA NEXON NEW MODEL
সম্প্রতি একটা নতুন বেস মডেল প্রকাশ্যে আনল কোম্পানি। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৪ লাখ টাকা থেকে। বুঝতেই পারছেন, কতটা সস্তা! গাড়ির দাম কমিয়ে নতুন মডেল বাজারে ছেড়েছে টাটা মোটরস। শুধু পেট্রোল নয়, ডিজেল দিয়ে দু ধরণের বিকল্পই রয়েছে এটিতে। এছাড়া পাওয়া যাবে অটোমেটিক ট্রান্সমিশনও।
এই নতুন টাটা নেক্সন Smart (O) মডেলের দাম শুরু হচ্ছে ৪ লাখ টাকা থেকে (এক্স-শোরুম)। এছাড়া Smart+ এবং Smart+ S মডেলের দাম কমিয়েছে সংস্থা। বর্তমানে Smart+ মডেলের দাম কমে হয়েছে ৩০,০০০ টাকা এবং Smart+ S মডেলের দাম কমে হয়েছে ৪০,০০০ টাকা।
জানা গিয়েছে যে এই দুই মডেলের যে পেট্রোল ভ্যারিয়েন্ট রয়েছে তার দাম রাখা হয়েছে ৮.৪০ লাখ টাকা এবং ৯.৪০ লাখ টাকা। সেই গাড়িগুলিতে পাওয়া যাবে দুটি ইঞ্জিনের বিকল্প। ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। এছাড়া রয়েছে ৫ স্পিড ম্যানুয়েল, ৬ স্পিড ম্যানুয়েল, ৬ স্পিড ডুয়াল ক্লাচ অটোমেটিক গিয়ার।
অর্থাৎ আপনি যেমন ভ্যারিয়েন্ট নেবেন তেমনই দাম মিলবে গাড়ি।
এছাড়া এই গাড়িতে ফিচার্স এবং স্পেসিফিকেশনও ভালোই রয়েছে। বড় ইনফোটেনমেন্ট সিস্টেম থেকে শুরু করে ওয়্যারলেস চার্জার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, স্পিকার, ক্রূজ কন্ট্রোল, প্রিমিয়াম কেবিনের মতন বহু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই গাড়িতে। তবে বেস মডেলে বেশি সুবিধা নেই।
এই গাড়িটি টাটা মোটরসের অন্যতম বেস্ট সেলিং চার চাকা গাড়ি। প্রথম এই গাড়ি লঞ্চ হয় ২০১৭ সালে। এরপর যদিও একাধিক আপডেট ভার্সন লঞ্চ করেছে কোম্পানি। গত বছর বাজারে এসেছে নতুন ফেসলিফট মডেল। এই গাড়িটি পেট্রল, ডিজেল এবং ইলেকট্রিক ভার্সনও বিক্রি হয় এবং খুব শ্রীঘ্রই গাড়ির CNG মডেলও লঞ্চ হতে চলেছে।
আগামী কয়েক মাসের মধ্যে শোরুমে দেখা যেতে পারে টাটা নেক্সন CNG। ইঞ্জিন বা পাওয়ারট্রেনের দিক দিয়ে সবরকম বিকল্প পাওয়া যাবে এই গাড়িতে। এমনটাই জানিয়েছে সংস্থা। পাশাপাশি এসইউভি স্টাইল বডি ও ডিজাইন তো রয়েছে। ফলে গ্রাহকদের বেশ আকর্ষিত করবে এই গাড়ি।
তবে বরাবরই ফিচার্স এবং স্পেসিফিকেশনের পাশাপাশি সেফটির দিকেও বেশ নজর রাখা টাটা মোটরস সংস্থা। ফলে, ক্র্যাশ টেস্ট-এ 5 স্টার সেফটি রেটিং পেয়েছে এই চার চাকা।
আপনিও এই গাড়িটি নিয়ে বেশ উৎসাহ? জানতে ক্যান আরও তথ্য? তাহলে এখনই যোগাযোগ করুন এই টাটা ডিলারদের সঙ্গে।
ব্যানার্জি টাটা
শোরুম অবস্থিত বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কানলায়।
কল করুন এই নম্বরে- +91 7477792320