পরবর্তী লঞ্চের কথা ইতিমধ্যেই সকলের কাছে প্রকাশ্যে এনেছে টাটা মোটরস। জানা গিয়েছে এবার বাজারে আসতে চলেছে নেক্সন সিএনজি। জানা গিয়েছে জানুয়ারি মাসেই ভারত মোবিলিটি শো-তে এই গাড়ি প্রকাশ্যে আনে সংস্থা। এদিনই গাড়ির টেস্টও শুরু করে দেয় সংস্থা। বোঝাই যাচ্ছে যে এই গাড়ি গ্রাহকদের জন্য লঞ্চ হতে আর বেশিদিন নেই।
ভারতের এসইউভি-গুলির মধ্যে জনপ্রিয় চার চাকা টাটা নেক্সন। বাজারে এখন পেট্রল, ডিজেল এবং ইলেকট্রিক ভ্যারিয়েন্টে গ্রাহকদের কাছে বিক্রি হচ্ছে। এবার সিএনজিতেও পাওয়া যাবে এই নেক্সন। উন্নত সিএনজি প্রযুক্তি এবং জ্বালানি দক্ষ ইঞ্জিন থাকবে এই গাড়িতে। আগামী দিনে যারা এই গাড়িটি কিনবেন তাঁদের কাছে একাধিক বিকল্প থাকবে।
জানা গিয়েছে এই গাড়ি ফিচার্সের দিক থেকে প্রচুর স্মার্ট বৈশিষ্ট্য আনবে। বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস চার্জিং, স্পিকার, অটোমেটীক ক্লাইমেট কন্ট্রোল, প্রিমিয়াম কেবিন, আরও অনেক কিছু রয়েছে এই গাড়িতে।
এছাড়া টাটা নেক্সন সিএনজি গাড়িতে ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, ফ্যাক্টরি ফিটেড সিএনজি সিলিন্ডার থাকবে। পেট্রোল মোডে সর্বোচ্চ ১১৮ ব্রেক হর্সপাওয়ার এবং ১৭০ এনএম টর্ক তৈরি করে। অন্যদিকে, সিএনজি মোডে ১০০ ব্রেক হর্সপাওয়ার এবং ১৫০ এনএম টর্ক তৈরি করতে পারবে। এছাড়া সাথেই মিলবে অটোমেটিক গিয়ারবক্স।
সকলেই জানে যে টাটা মোটরস কখনই সেফটির দিক থেকে কোনওরকম আপস করে না। সেটাই করেছে এই গাড়িতেও। ৬টা এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ক্রূজ কন্ট্রোল সহ নানা ধরণের সেফটি সরঞ্জাম মিলবে এই গাড়িতে।
তবে, এখনও এই গাড়ির মাইলেজ জানা যায়নি। তবে, আশা করাক যায় যে প্রেট্রোল ভ্যারিয়েন্টের তুলনায় বেশী পাওয়া যাবে।
এই নিয়ে টাটা মোটরস এখনও অবধি লাইনআপে প্রায় সমস্ত গাড়িরই সিএনজি ভ্যারিয়েন্টে লঞ্চ করে দিয়েছে। তবে, শুধু টাটা নয়, টেক্কা দিতেই রয়েছে মারুতি সুজুকি এবং টয়োটা। এখন গ্রাহকেরা সিটি রাইডিংয়ের ক্ষেত্রে এই সিএনজি গাড়ির প্রতি মানুষের ঝোঁক বাড়ছে। তবে, এখনও পর্যন্ত টেক্কায় এগিয়ে থাকতে প্রায় সব মডেলেরই সিএনজি বিকল্প রেখেছে মারুতি সংস্থা।
তবে, বাজারে এই নেক্সন সিএনজি গাড়ির দাম কিরকম হতে চলেছে? এই বিষয়ে আপাতত কিছু জানাননি টাটা সংস্থা। এমনিতে ভারতীয় বাজারে টাটা নেক্সন ICE (জ্বালানি ইঞ্জিন) ভ্যারিয়েন্টের দাম শুরু ৮.১৫ লাখ টাকা থেকে। অন্যদিকে, গাড়ির ইলেকট্রিক ভ্যারিয়েন্টের দাম শুরু ১৪.৪৯ লাখ টাকা থেকে। ফলে, আশা করা যাচ্ছে যে টাটা নেক্সন সিএনজি গাড়ির দাম শুরু হতে পারে ৯ লাখ টাকা থেকে।
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালেই ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য লঞ্চ হবে এই নেক্সন সিএনজি।
এই গাড়ির বিষয়ে আরও জানতে চান?
তাহলে আজই যোগাযোগ করুন টাটা মোটরসের ডিলারদের সঙ্গে, রইল তথ্য।
ব্যানার্জি টাটা:
শোরুমগুলি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কানলায় অবস্থিত।
ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হলে এই নম্বরে কল করুন - +91 74777 92320