Tata Nexon-এর লাইনআইপে আরও শক্তিশালী তৈরি করতে নতুন তথ্য প্রকাশ্যে এনেছে টাটা মোটরস, জানুন বিশদে

বর্তমানে Tata Motors তাদের Nexon লাইনআপকে আরও শক্তিশালী করে তুলেছে। জানা গিয়েছে Nexon-এ ১.৫ লিটারের ইঞ্জিনটি ১১৩ bhp এবং ২৬০ nm টর্কে উৎপন্ন করতে পারে। এখানের মোটরটি ছয় গতির। ফলে, ম্যানুয়াল ট্রান্সমিশন বা একটি AMT ইউনিটের মাধ্যমে সামনের চাকায় ফর্স দেয়।

জানা গিয়েছে, যে ইউনিটটি পরীক্ষা করা হয়েছে সেটি একটি ডিজেল MT সংস্করণ, যা ২৩.২৩kmpl মাইলেজকে ফেরত দেওয়ার দাবি করে।

বাস্তব-বিশ্বের পরীক্ষায় Tata Nexon গাড়িটি, ডিজেল MT, ১৪.০৪ kmpl মাইলেজ ফেরত দিয়েছে, যেখানে MID ১৪.০০kmpl রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একইভাবে, হাইওয়ে মাইলেজ দাঁড়িয়েছে ২১.১৮ kmpl, MID দেখিয়ে ২৪.১০ kmpl। এই পরিসংখ্যানের ফলে গড় দাঁড়িয়েছে 15.82kmpl-এ।

ফলে, একটি সম্পূর্ণ ফুয়েল ট্যাঙ্কে এইভাবেই ৪৪ লিটারের ধারণক্ষমতা ৬৯৬ কিলোমিটার রেঞ্জ দেবে।  

বর্তমানে Tata Nexon-এ পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের পাশাপাশি ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় ট্রান্সমিশন জুড়ে ৯৬টি ট্রিম রয়েছে। ফলে, গ্রাহকরা ১৫টি রঙের পরিসর থেকে বেছে নিতে পারেন। এছাড়া যেমন ইভি সংস্করণটি বর্তমানে 'ফেসলিফটেড' অবতারে বিক্রি হচ্ছে, ঠিক তেমনই নেক্সন সিএনজি সংস্করণে আসবে।

আরও জানতে চান নেক্সন কিংবা টাটা মোটরস'-এর নতুন বিষয়ে? তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন টাটার ডিলারদের সাথে।

টাটা ডিলাদের সমস্ত তথ্য রইল নীচে-

ব্যানার্জি টাটা:

শোরুমগুলি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কানলায় অবস্থিত।

ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হলে এই নম্বরে কল করুন+91 74777 92320

এটা শেয়ার করতে পারো

...

Loading...