Tata EV Car Safety Ratings: টাটার ইভি গাড়িগুলি ঠিক কতটা ‘সেফ’? সেফটি রেটিং পরীক্ষায় কত পেল পাঞ্চ ও নেক্সন?

টাটা কম্পানির মধ্যে বর্তমানে সবথেকে কম দামী এসইউভি হল পাঞ্চ। সম্প্রতি এই গাড়িটির ইলেকট্রিক ভার্সনও লঞ্চ করেছে এই মডেল। বাজারে বেশ টেক্কা দিচ্ছে এই চার চাকা গাড়িটি। এবার সেফটি রেটিংয়ের দিক থেকেও সকলকে চমকে দিয়ে এগিয়ে গেল এই গাড়ি।

কিছুদিন আগে ভারত এনক্যাপ ক্র্যাশ টেস্টে টাটার এই গাড়িকে বিল্ড কোয়ালিটি ও সেফটি ফিচার্স পরীক্ষা করার জন্য পাঠানো হয়। সেখানেই ৫ স্টার রেটিং পেয়েছে পাঞ্চ এভি। জানা গিয়েছে অ্যাডাল্ট সেফটি রেটিংয়ে ৩২ পয়েন্টের মধ্যে ৩১.৪৬ পয়েন্ট পেয়েছে এই গাড়ি। এছাড়া চাইল্ড সেফটি রেটিংয়ে ৪৯-এর মধ্যে ৪৫ পয়েন্ট পেয়েছে এই গাড়ি।

টাটা পাঞ্চ ইভিতে রয়েছে একাধিক সেফটি কিট। যেমন ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রিক স্টেবিলিটি কন্ট্রোল, ইত্যাদি রয়েছে এই গাড়িতে।

টাটা পাঞ্চ গাড়িটির দাম ৬.১৩ লাখ টাকা থেকে শুরু। এছাড়া টাটা পাঞ্চ ইভি গাড়িটির দাম ১০.৯৯ লাখ টাকা থেকে ১৫.৪৯ লাখ টাকা (এক্স- শোরুম)। টাটা পেট্রোল মডেলের পাশাপাশি টাটা পাঞ্চ ইভির সেফটি রেটিং রয়েছে ৫ স্টার। হ্যারিয়ার ও সাফারির পর তৃতীয় গাড়ি হিসেবে ভারত এনক্যাপ পরীক্ষায় 5 স্টার রেটিং পেল টাটা পাঞ্চ ইভি।

একাধিক সেফটি ফিচার্স নিয়েই তৈরি এই গাড়ি। ফ্রন্ট ইমপ্যাক্ট, সাইড ইমপ্যাক্ট, সাইড পোল-সহ একাধিক পরীক্ষাতে ইতিবাচক ফলাফল করেছে এই গাড়ি। এতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, এবিএস, ইলেক্ট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সর, অল হুইল ডিস্ক ব্রেক, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ইত্যাদি পাওয়া যায় এই গাড়িতে।

অন্যদিকে, টাটা পাঞ্চ ছাড়াও ভারত এনক্যাপ সেফটি পরীক্ষাতে ৫ স্টার রেটিং পেয়েছে টাটা নেক্সন ইভিও। এই গাড়িটিও লেটেস্ট সেফটি পরীক্ষার দিক থেকে বেশ ভালো। দেখা গিয়েছে এই টাটা নেক্সন গাড়িটি অ্যাডাল্ট সেফটি রেটিংয়ে ৩২পয়েন্টের মধ্যে পেয়েছে ২৯.৮৬ পয়েন্ট। এছাড়া চাইল্ড রেটিংয়ের দিক থেকে ৪৪.৯৫ পয়েন্ট পেয়েছে এই গাড়ি। ইলেকট্রিক গাড়ির মধ্যে সবথেকে সুরক্ষিত গাড়ি হল টাটা নেক্সন ইভি। দাম রয়েছে ১৪.৪৯ লাখ টাকা।

৬টি এয়ারব্যাগ, সিটবেল্ট রিমাইন্ডার (সব সিটের জন্য), ইলেক্ট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ব্রেক অ্যাসিস্ট, রিভার্স ক্যামেরা, রিয়ার পার্কিং সেন্সর, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ফ্রন্ট পার্কিং সেন্সর, রিয়ার ডিস্ক ব্রেক, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম ইত্যাদি ফিচার্স রয়েছে এই গাড়িতে।

বিশদে জানতে যোগাযোগ করুন টাটা ডিলারদের সঙ্গে।

ব্যানার্জি টাটা:

শোরুমগুলি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কালনায় অবস্থিত।

কল করুন - +91 7477792320

এটা শেয়ার করতে পারো

...

Loading...