বাজারে আসতে চলেছে টাটা মোটরসের অ্যালট্রোজ রেসার। পারফর্মেন্সের সাথে একটি নতুন হ্যাচব্যাক সেগমেন্টে তৈরি হয়েছে এই গাড়ি। এতদিন তালিকায় ছিল হুন্ডাইয়ের ‘i10’। এবার সেই জায়গা নিতেই চলতি বছরের জুন মাসের প্রথম দিকেই আসছে এই গাড়ি। জানা গিয়েছে ‘i20 N Line’ মডেলকে জমিয়ে টেক্কা দেবে এই গাড়ি।
গাড়ির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছিল গতবছরের অটো এক্সপো গাড়ি মেলাতে। প্রথম থেকেই বেশ নজর কেটেছিল এই গাড়ি। এবার গ্রাহকদের কাছে আসতে চলেছে। ২০২৪ সালের ভারত মবিলিটি এক্সপো মেলাতে অফিসিয়াল ডিসপ্লে করা হয়েছে।
এক্সটিরিয়রের দিক থেকে দেখা গিয়েছে এই অ্যালট্রোজ রেসার একটা স্পোর্টি লুক নিয়ে এসেছে এই গাড়ি। একটা রেসিয়ার ডুয়াল টোন রঙের সাথে মাঝে দেওয়া হয়েছে স্ট্রাইপ। ফলে, এটা দেখতে আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হয়েছে। ব্ল্যাক রঙের মধ্যে এখন নতুন সংযোজন হল ১৬ ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয়। এছাড়া গাড়ির চেহারাতেও আমূল বদল এনে দিয়েছে।
ইন্টিরিয়রের দিকে থেকে দেখলে অ্যালট্রোজ রেসার একটা আলাদাই প্রিমিয়াম লুক এনেছে। ৭ ইঞ্চির টিএফটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। নতুন লুকের সিট তৈরি করা হয়েছে। ফলে, চমকে যাবেন সমস্ত গ্রাহকেরা।
এছাড়াও বহু ফিচার্স রয়েছে এই গাড়িতে। একটা হেড আপ ডিস্প্লে, ৩৬০ ডিগ্রী ক্যামেরা, রিয়ার এসি ভেন্ট, ভেন্টিলেটেড সিট, ভয়েস অপারেটেড সানরুফ, ওয়্যারলেস চার্জার, ১০.৫ ইঞ্চি বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট, ইত্যাদি রয়েছে এই গাড়িতে।
এবার ইঞ্জিনের দিকে দেখতে গেলে ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে এই গাড়িতে। এছাড়া এখানে ১২০ ps এবং ১৭০ Nm ক্ষমতা উৎপন্ন করা যেতে পারে। এছাড়া অ্যালট্রোজ রেসার ডিসিটি বা ম্যানুয়াল সহ বাজারে আসবে।
বাজারে প্রবেশ করতে না করতেই, টাটা অ্যালট্রোজের প্রতিদ্বন্দী তৈরি। প্রথমেই রয়েছে হুন্ডাই i20 N। তবে, প্রিমিয়াম হ্যাচব্যাচ সেগমেন্টে মারুতি বালেনো এবং টোয়োটা গ্লানজ-র বিরুদ্ধে প্রতিযোগিতা হিসেবে আসছে টাটার এই নতুন অ্যালট্রোজ রেসার।
কিনতে চান এই গাড়ি? তাহলে টাটা ডিলারদের সাথে কথা বলে জেনে নিন অ্যালট্রোজ রেসারের বিষয়ে।
ব্যানার্জী টাটা:
শোরুমগুলি অবস্থিত বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কানলায়।
কল করুন এই নম্বরে- +91 7477792320