Tata Altroz Racer: টাটা নিয়ে আসন্ন অ্যালট্রোজ রেসারের নতুন টিজার! বাজারে কবে লঞ্চ করবে এই গাড়ি?

ভারতীয় বাজারে আসতেই একেবারে তৈরি টাটা মোটরস। অন্যান্য গাড়িগুলিকে এবার চ্যালেঞ্জ জানাতেই টাটা নিয়ে আসতে চলেছে নতুন গাড়ি অ্যালট্রোজ রেসার। স্পোর্টি ডিজাইন থেকে শুরু করে দুর্দান্ত লুক এবং স্মার্ট ফিচার্স নিয়ে আসছে এই গাড়ি।

সম্প্রতি টাটা কোম্পানি অ্যালট্রোজ রেসারের নতুন টিজার প্রকাশ্যে আনে। জানা গিয়েছে হ্যাচব্যাক গাড়িগুলির মধ্যে বড় চমক আসতে চলেছে এই গাড়ি।

কবে লঞ্চ হবে এই গাড়ি? শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই গাড়ির বুকিং শুরু হয়ে যাবে। আর তারপরেইন বাজারে চলে আসবে অ্যালট্রোজ রেসার।

কি কি ফিচার্স থাকবে এই গাড়িতে?

জানুয়ারিতে অনুষ্ঠিত ‘অটো এক্সপো ২০২৩’ মেলাতে উন্মোচন করা হয়েছিল এই গাড়িটির। ইতিমধ্যে বেশ কিছু ফিচার্স প্রকাশ্যে আসে। ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থেকে শুরু করে ওয়্যারলেস ফোন চার্জিং, একাধিক ড্রাইভ মোড, ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিটের মতন একাধিক ফিচার্স পাওয়া যাবে এই গাড়িতে।

এই গাড়িতে সানরুফও থাকতে চলেছে বলে জানা গিয়েছে। এছাড়াও ব্ল্যাক আউট রুফ, ওআরভিএম এবং অ্যালয় হুইলও মিলবে এই গাড়িতে। সেফটি ফিচারের দিক দিয়ে সেরা বৈশিষ্ট্য থাকবে অ্যালট্রোজ রেসারে।

অন্যদিকে, জানা গিয়েছে যে এই গাড়িতে পাওয়া যাবে ১.২ লিটার টার্বো চার্জ পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ ১১৮ হর্সপাওয়ার এবং ১৭০ এনএম টর্ক তৈরি করতে পারবে এবং সঙ্গে পাওয়া যাবে ৬ স্পিড গিয়ারবক্স। শুধু সেফটি নয়, ইঞ্জিনের দিক দিয়েও সেরা পারফরম্যান্স দেবে এই গাড়ি।

কিরকম দাম হবে এই গাড়ির। জানা গিয়েছে টাটা অ্যালট্রোজ রেসার গাড়িটির সম্ভাব্য দাম ১০ লাখ টাকা (এক্স-শোরুম) । শোনা যাচ্ছে, আগামীদিনে এই গাড়ির ইলেকট্রিক ভার্সনও লঞ্চ হতে পারে বাজারে।

এই গাড়ি লঞ্চের পর মোটেই থেমে থাকবে না টাটা মোটরস। জানা গিয়েছে এই গাড়িটি লঞ্চ করার পরেই টাটা কার্ভ এবং টাটা হ্যারিয়ায় ইভি ভার্শন নিয়ে আসবে টাটা সংস্থা।

আরও জানতে চান এই গাড়ির বিষয়ে? বিশদে জানতে যোগাযোগ করুন টাটা ডিলাদের সঙ্গে —

ব্যানার্জি টাটা:

শোরুমগুলি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কালনায় অবস্থিত।

কল করুন - +91 7477792320

এটা শেয়ার করতে পারো

...

Loading...