TATA ALTROZ RACER EDITION: শুরু হয়ে গিয়েছে টাটা অ্যালট্রোজ রেসারের বুকিং, ২১,০০০ টাকা দিয়ে টোকেন কিনলেই গাড়ি আপনার!

নতুন কোনও গাড়ি কেনার কথা ভাবছেন? নিত্য যাতায়াতের পাশাপাশি ফ্যামিলি কার হিসেবেও পাওয়া যাবে এমন গাড়ি কিনবেন? তাহলে আর কী ভাবছেন, টাটার এই গাড়িই হল আপনার জন্য সঠিক। এটি হল টাটা অলট্রোজ রেসার। ইতিমধ্যে টাটা মোটরস শুরু হয়ে দিয়েছে এই গাড়ির আন-অফিশিয়াল বুকিং। টোকেনের মূল্য রাখা হয়েছে মাত্র ২১,০০০ টাকা।

জানা গিয়েছে যে জুন মাসের মাঝামাঝি সময়েই লঞ্চ হয়ে যাবে টাটা অ্যালট্রোজ রেসার এডিশন। এই  গাড়িটির দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। দাম থাকবে ১০ লাখের মধ্যেই। ফলে, আগামী দিনে যদি আপনি গাড়ী কেনেন, তাহলে তালিকায় এই গাড়িটির নাম অবশ্যই রাখবেন।

একাধিক ফিচার্স নিয়েই তৈরি হয়েছে এই গাড়িটি। সমস্ত অত্যাধুনিক টেক ফিচার্স রেখেছে টাটা। ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি, ক্রূজ কন্ট্রোল, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস চার্জিং, ক্লাইমেট কন্ট্রোল, সিঙ্গেল পেন সানরুফ ইত্যাদি। সবকিছুই রয়েছে এই গাড়িতে।

ইঞ্জিনের দিক থেকেও বেশ ভালো এই গাড়ি। জানা গিয়েছে এই গাড়িতে থাকবে ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, সঙ্গে পাওয়া যাবে ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। তবে, ম্যানুয়াল ছাড়াও এই গাড়িতে DCT গিয়ারবক্স থাকবে বলে শোনা গিয়েছে। যেই ইঞ্জিনটি থাকবে তা থেকে সর্বোচ্চ ১১৮ হর্সপাওয়ার এবং ১৭০ এনএম টর্ক শক্তি তৈরি হবে।

তবে, গাড়িতে পেট্রোল ইঞ্জিন বাদে আর কোনও ইঞ্জিনের বিকল্প থাকবে কি না, সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। 

সুরক্ষার দিক থেকে সবসময়ে এগিয়ে থাকে টাটা। সেটা প্রমাণ করে দিল এই গাড়ির ক্ষেত্রেও। মজবুত বিল্ডিং কোয়ালিটি থেকে শুরু করে ৬টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, এমার্জেন্সি ব্রেকিং-সহ সমস্ত রকমের সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে এই গাড়িতে।

এই মুহূর্তে বাজারে টাটা অলট্রোজ গাড়ির দাম ৬.৬৫ লাখ টাকা (এক্স-শোরুম)। ফলে, বোঝাই যাচ্ছে যে রেগুলার মডেলের থেকে নতুন অলট্রোজ রেসার এডিশনের দাম, কয়েক লাখ টাকা বেশি থাকতে পারে।

তাহলে কী ভাবছেন এখনই বুক করুন এই গাড়িটি। বিশদে জানতে চাইলে যোগাযোগ করতে পারেন টাটা ডিলারদের সঙ্গে।

ব্যানার্জি টাটা:

শোরুমগুলি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কালনায় অবস্থিত।

কল করুন - +91 7477792320

এটা শেয়ার করতে পারো

...

Loading...