এবারও কি তা হলে খল চরিত্র? প্রশ্নটা চান্দ্রেয়ী ঘোষকে। কারণ কয়েকদিন আগে 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকে কুচক্রী ঘসেটি বেগমের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আর এবার তার আগমন ঘটতে চলেছে 'গ্যাংস্টার গঙ্গা' ধারাবাহিকে। উপস্থিতিটা বেশ রহস্যজনক। শুরু থেকে তার ট্র্যাক ছিল না। গল্পের মোড় ঘুরছে অন্যদিকে। আর তাতে উল্লেখযোগ্য ভূমিকায় এন্ট্রি নিচ্ছেন তিনি। তার চরিত্রের নাম তারাসুন্দরী দেবী। এখানে চান্দ্রেয়ীকে পুরোদস্তুর ট্র্যাডিশনাল লুকে দেখবেন দর্শক।
বেনারস আশ্রম থেকে ফিরেছে দাদাঠাকুর। তবে একা নয়। স্ত্রী তারাসুন্দরীকে নিয়ে। গদাইদের বাড়ির সকলে হতভম্ব হয়ে যায় এই তারাসুন্দরীকে দাদাঠাকুরের সঙ্গে দেখার পর। আর তার পরে যখন তারা জানতে পারে যে এই তারাসুন্দরী দাদাঠাকুরের স্ত্রী তখন তারা বাকরুদ্ধ হয়ে যায়।
তারাসুন্দরী মানুষ হিসেবে ভাল। সকলের প্রতি তার নজর। সকলের ভাল মন্দ দেখা যেন তার কর্তব্য। ফলে সকলের সঙ্গে খুব অল্প দিনেই তার ভাব ভালবাসা গড়ে ওঠে। কিন্তু সন্দেহ দানা বাধে গঙ্গার মনে। যে প্রশ্ন দর্শকের মনেও উঁকি মারতে বাধ্য। কে এই তারাসুন্দরী? হঠাৎ করে কীভাবে এল সে? নাকি তার এই আগমনের পিছনে লুকিয়ে আছে অন্য গল্প বা ষড়যন্ত্র? গঙ্গাকে চ্যালেঞ্জ জানাতেই কি তার আগমন?-- জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক।
চরিত্র প্রসঙ্গে চান্দ্রেয়ী ঘোষ জানান-"তারাসুন্দরী খুব ভাল মানুষ। তবে পরে দর্শক বুঝবেন যে আসলে তারাসুন্দরী ঠিক কেমন। এখন ভাল আছি পরে আরও ভালও হতে পারি আবার খারাপও হতে পারি। এমনও হতে পারে যে আমি আমার পরিবারের থেকে বিতাড়িত, আর আমাকে উদ্ধার করেছে দাদাঠাকুর। আবার এটাও হতে পারে যে দাদাঠাকুরের মতো দুষ্টু লোকটি গঙ্গাকে জব্দ করতে নিয়ে এসেছে আমাকে। সত্যি বলতে গেলে আমার চরিত্রটা এখানে বেশ রহস্যময়। আর তাই আমি খুশি। খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। আসলে কী ঘটতে চলেছে তা খুব তাড়াতাড়ি কেউ বুঝতে পারবেন না। ধারাবাহিকে এমন চমক সচরাচর পাওয়া যায় না। এবার সেই রস আস্বাদন করবেন সকলে।"
গঙ্গার চরিত্রে সংঘমিত্রা তালুকদার, গদাইয়ের চরিত্রে কৌশিক দাস, দাদাঠাকুর অরিজিত গুহ, তারাসুন্দরী চান্দ্রেয়ী ঘোষ।
গ্যাংস্টার গঙ্গা দেখুন প্রতিদিন রাত ৯ টায়।