পুজোর আগেই চালু হতে চলেছে কলকাতা-তারাপীঠ হেলিকপ্টার পরিষেবা রাজ্যের উদ্যোগে| রাজ্যে তারাপীঠ একটি অন্যতম পর্যটন স্থান| ধর্মীয় ভাবধারা বহুলভাবে বজায় রয়েছে সেখানে| বছরে বহু পুন্যার্থী এখানে আসেন| এবার তাদের সুবিধার কথা ভেবেই রাজ্যসরকারের উদ্যোগে শুরু হচ্ছে কলকাতা থেকে তারাপীঠ পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা| ফলে কমবে ট্রেন অথবা বসে যাত্রার ঝক্কিও| মাসখানেক আগে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার চালানোও হয়েছে| এই পরিষেবায় হেলিকপ্টারে থাকবে ১২টি আসন, গন্তব্যে যাত্রীরা পৌঁছাতে পারবেন মাত্র ৪৫ মিনিটেই| পূর্ত দফতরের উদ্যোগে চালু হবে একটি স্থায়ী হেলিপ্যাড| এই হেলিপ্যাডের দায়িত্বে থাকবে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ| এই পরিষেবা যাত্রীদের দেবার দায়িত্বে থাকবে রাজ্যের পরিবহন দফতর| এই ব্যবস্থার ফলে খুশি সাধারন মানুষ| তারাপীঠে একাধিক প্রকল্প সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন মুখ্যমন্ত্রী| তারপর এই পরিষেবায় পর্যটকরা যে খুশি হবেন তাই স্বাভাবিক|