উত্তর দিনাজপুর জেলায় ট্যারান্টুলা

১১ টি ট্যারান্টুলা উদ্ধারের ঘটনার ফলে আতঙ্ক ছড়াচ্ছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের দুর্গাপুর ও পিপলান গ্রামে| দুর্গাপুর গ্রামের অরুন কুমার দাস ও পিপলান গ্রামের সাধন দে’র বাড়ি থেকে ১১টি ট্যারান্টুলা উদ্ধার করে পিউপিলস ফর অ্যানিম্যালস নামে একটি পশুপ্রেমী সংস্থা এবং  উদ্ধার করে বন দপ্তরের এর হাতে তুলে দেন| ইটাহার ব্লকের দুর্গাপুর গ্রামের বাসিন্দা অরুণ কুমার দাসের বাড়িতে বড় আকারের বিষাক্ত মাকড়সা দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকেরা| খবর দেওয়া হয় রায়গঞ্জের পশুপ্রেমী সংস্থা “পিউপিলস ফর অ্যানিম্যালস”কে| সংস্থার কর্ণধার গৌতম তান্তিয়া কয়েকজন সদস্য নিয়ে অরুন দাসের বাড়িতে গিয়ে উদ্ধার করে| এরপর খবর আসে পাশের পিপলান গ্রামেও দেখা গিয়েছে বিষাক্ত বড় আকারের মাকড়সা| সেখানে গিয়েও ৪টি ট্যারান্টুলা উদ্ধার করে| পিউপিলস ফর অ্যানিম্যালস এর কর্ণধার গৌতম তান্তিয়া জানিয়েছেন উদ্ধার হওয়া মাকড়সাগুলি ট্যারান্টুলা|

এটা শেয়ার করতে পারো

...

Loading...