রান্না হোক বা টক আচার, স্বাদ বাড়াতে দরকার পড়বে তেঁতুলের। কিন্তু তেঁতুলের রয়েছে অনেক ভেষজগুণ। স্বাদের পাশাপাশি ত্বকের যত্ন নিতেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেঁতুল। ফসফরাস, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেশিয়াম থাকায় তেঁতুল ত্বকের জন্য খুব উপকারী। শহরে বর্ষার আগমন হলেও মাঝে মাঝেই রোদ উঠতে দেখা যাচ্ছে। আর এই সূর্যের তাপে অনেকের ত্বকে কালচে দাগ বা ট্যান পড়ে যায়। কিন্তু ঘরোয়া টোটাকায় খুব সহজেই উঠে যাবে এই কালো দাগ। ঘরোয়া এই টোটকা হল তেঁতুল।
প্রথমে হলুদ ও তেঁতুল গরম জলে ফুটিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে তেঁতুলের বীজগুলো ফেলে দিয়ে তার সঙ্গে এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে তা ত্বকে লাগিয়ে নিতে হবে। তারপর দশ-পনেরো মিনিট রাখার পর ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত দুই দিন এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের ট্যান উঠে যাবে।
অন্যদিকে, তৈলাক্ত ত্বকের সমস্যাও দূর করা সম্ভব তেঁতুলের প্রয়োগে। যার জন্য তেঁতুল, হলুদ গুঁড়ো ও বেসন মিশিয়ে একটা ফেসপ্যাক বানিয়ে নিতে হবে। তারপর মুখে ও ঘাড়ের ত্বকে লাগিয়ে নিতে হবে এই ফেসপ্যাক। দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে।
এছাড়াও ত্বক পরিষ্কার রাখার জন্য তেঁতুল ব্যবহার করা যেতে পারে। সেই জন্য তেঁতুলের সঙ্গে এক চামচ চিনি ও বেকিং সোডা মিশিয়ে নিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর সেই মিশ্রনটা ত্বকে ব্যবহার করতে হবে। ত্বকের ময়লা ও মৃত কোষগুলো দূর করতে এই মিশ্রন খুব কার্যকরী।