মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করেছিল, সেইদিনই জয়গান উঠেছিল নারীশক্তির। যা বড় বড় দেবতারা পারেনি, তা অনায়াসেই করে ফেললেন এক নারী, এক দেবী। আর এই বিষয়ভাবনাকে নিজেদের থিমের মাধ্যমে তুলে আনতে চলেছে তালতলা চিলড্রেন্স পার্ক সার্বজনীন দুর্গোৎসব।‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল তালতলা চিলড্রেন্স পার্ক সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি।
সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন কমিটির পুজোর শিল্পী সোমা দে, কোষাধ্যক্ষ প্রদ্যুত সাহা এবং কমিটির বিজ্ঞাপন সম্পাদক অশোক ব্যানার্জী।এই বছর তালতলা চিলড্রেন্স পার্ক সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি ৬৮তম বর্ষে পদার্পণ করছে। তাদের পুজোর শুভ উদ্বোধন হতে চলেছে চতুর্থীতে। ঐদিন পাড়ার সকলকে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চলেছে তারা।এই বছর তালতলা চিলড্রেন্স পার্ক সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির থিম ‘দুর্গতিনাশিনী দুর্গেশ্বরী’।
তবে প্যান্ডেল থিম হলেও প্রতিমা হতে চলেছে সাবেকি, একেবারে ডাকের সাজে সেজে উঠবে প্রতিমা। আর সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভোগের আয়োজন করতে চলেছে তারা।তালতলা চিলড্রেন্স পার্ক সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজোয় আসতে গেলে দমদম কিংবা কবি সুভাষগামী যে কোনও মেট্রোয় উঠে নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। সেখান থেকে এক্সাইড মোড় থেকে এন্টালি যাওয়ার বাস ধরে নামতে হবে এন্টালি মার্কেট স্টপেজে। সেখান থেকে কিছুটা হাটলেই পেয়ে যাবেন তাদের পুজোমন্ডপ।