Tallest Buildings India: ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিং কোনগুলি?

বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল বুর্জ খালিফা। দেশ-বিদেশ থেকে মানুষ ছুটে আসে এই গগনচুম্বী বহুতল দেখতে। কিন্তু আপনি কী জানেন, ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিং কোনগুলি? আসুন তবে বেস্ট ডিপ্লোম্যাটসের ডেটা অনুযায়ী এই তথ্য জেনে নেওয়া যাক।

ভারতের প্রথম পাঁচ উঁচু বহুতলের অবস্থানই রয়েছে মুম্বই শহরে। এই তালিকায় প্রথমেই আসে Palais Royale। এটিই হতে চলেছে ভারতের দীর্ঘতম বিল্ডিং। মোট ৮৮-তলা উঁচু এই বহুতলের এখনও নির্মাণকাজ চলছে। মুম্বইয়ের ওরলি-তে অবস্থিত এই বিল্ডিংয়ের উচ্চতা ৩২০ মিটার। এই বহুতলের ফ্লোরগুলি তৈরি হয়েছে ৮৭০০ বর্গফুটেরও বেশি জায়গা জুড়ে। এখানে রয়েছে নানা ধরনের বিলাসব্যসনের সুবিধা।

এরপর রয়েছে মুম্বইয়ের মহালক্ষ্মীতে অবস্থিত Lokhandwala Minerva। এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম রেসিডেন্সিয়াল টাওয়ার। মোট ৭৮-তলা উঁচু এই বহুতলটির উচ্চতা ৩০১ মিটার। এছাড়াও মুম্বইয়ের বাইকুল্লায় অবস্থিত ৮২-তলা উঁচু Piramal Aranya Arav বিল্ডিংয়ের উচ্চতা ২৮২.২ মিটার।

এরপর রয়েছে মুম্বইয়ের অভিজাত লোয়ার পারেল এলাকায় অবস্থিত ২৮০.২ মিটার উঁচু Lodha World One বহুতল। এই বিল্ডিংয়ে রয়েছে ৭৬-তলা। সেই এলাকাতেই রয়েছে ২৭৭.৬ মিটার উঁচু Lodha World View বহুতলটি। মুম্বইয়ের লোয়ার পারেল এলাকায় লোধা গ্রুপ ২০২০ সালে এটি তৈরি করেছে। এটি ৭৩-তলা উঁচু।

শহরের নানা বিলাসব্যসনে সাজানো এই বহুতলগুলি। গগনচুম্বী এই বিল্ডিংগুলির সামনে দাঁড়ালে এর উচ্চতা আপনাকে অবাক করে দেবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...