সৌরজগতের নতুন গল্প

আমাদের সৌরজগতে হরদম নানা কারবার ঘটে যাচ্ছে, আমরা তা ততক্ষণ টের পাই না যতক্ষণ না আমাদের পরিবেশে তার কোনো প্রভাব পড়ছে| তবে বৈজ্ঞানিকরা দিনরাত গবেষণা করে নতুন নতুন উন্নত মানের টেকনোলজি বের করছেন বা গ্যাজেটের সাহায্যে নানান অজানা তথ্য প্রকাশ করে চলেছেন|

এমনি একটি বৈজ্ঞানিক সূত্র থেকে জানা যায়, আমাদের এই সৌরমন্ডলে গতমাসে একটি অদ্ভুত পরিবর্তন ঘটেছে| বৃহস্পতি ও মঙ্গল গ্রহের কক্ষের মধ্যবর্তী অংশে রয়েছে অ্যাস্টারয়েড বেল্ট, গ্রহাণুদের অবস্থান| সেখানেই রয়েছে প্রায় দুই হাজারের বেশি গ্রহাণুরা, এদের মধ্যেই একটি গ্রহাণু, নাম ‘৬৪৭৮-গল্ট’, ফোকিয়া পরিবারের মেম্বার| হঠাৎ তার আকৃতি পরিবর্তিত হয়ে একটু অদ্ভুত আকারের দেখতে হয়ে গেছে, বিশাল লম্বা লেজ বিশিষ্ট ধুমকেতুর মত। কারোর কারোর মতে গ্রহাণুটি হাঁসজারুর ন্যায় দেখতে| অর্থাৎ কিছুটা হাঁস কিছুটা সজারু, কিন্তু এরম কেন? কি করে ঘটল এমন?

সৌরজগতে যেমন অন্যান্য গ্রহরা সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তমনি গ্রহাণুগুলি তাঁদের সাম্রাজ্যে(অ্যাস্টারয়েড বেল্টে) ঘোরে, তবে গতমাসে মহাকাশে একটি অকস্মাৎ সংঘর্ষ হয়েছিল, যার ফলে ৬৪৭৮-গল্ট গ্রহাণুর সঙ্গে অন্য কোনো গ্রহাণু ছুটে আসে ধাক্কা মারে যার ফলে এই ৬৪৭৮-গল্ট নামক গ্রহাণুটির আকারে এইরকম পরিবর্তন এসেছে| মনে হচ্ছে এই গ্রহাণুটির শরীর থেকে কেউ সব অঙ্গ-প্রত্যঙ্গ বের করে দিয়েছে এর সেই অবস্থাতেই এই গ্রহাণুটি ছুটে চলেছে তার কক্ষ বরাবর| সূত্রের খবর, এই গ্রহাণুটির লেজটি নিয়ে প্রায় ৪ লক্ষ কিমির অধিক স্থানে বিস্তৃত হয়ে পড়েছে| আরো ভালো করে জানতে সম্প্রতি ইউটিউবে প্রকাশ পাওয়া এই ভিডিওটি একবার দেখতে পারেন|

এটা শেয়ার করতে পারো

...

Loading...