ক্যান্সার জয়ে টিম ওয়ার্ক

দীর্ঘস্থায়ী কাশি, গলার স্বর বসে যাওয়া, পুরোনো ক্ষত সহজে না সারা এইসব চিহ্ন হতে পারে ক্যান্সারের। ক্যান্সার এমন একটি রোগ যা আজও মারণরোগ হিসেবে বিবেচিত হয়। শরীরে ক্যান্সার থাবা বসালে শরীর ভাঙার সাথে সাথে ভেঙে যায় মনও। কিন্তু চিকিৎসা বিজ্ঞান তা মানতে নারাজ। বিশ্বের তাবড় তাবড় ডাক্তারের দাবি, ক্যানসারকে আধুনিক চিকিৎসাশাস্ত্র সম্পূর্ণভাবে রোধ না করতে পারলেও তার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে পিছপা হচ্ছে না। ডাক্তারদের দাবি, কলকাতায় অনেক হাসপাতালেই আধুনিক চিকিৎসা ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়ে গেছে। কলকাতায় এই চিকিৎসা এখন ব্যক্তিভিত্তিকবাইরে এই চিকিৎসা প্রতিষ্ঠানভিত্তিক।তাই ক্যান্সারের চিকিৎসার জন্য আজও লোকের ভরসা মুম্বই বা দক্ষিণ ভারত। চিকিৎসকদের একাংশের দাবি, বহু অনভিজ্ঞ চিকিৎসক রোগ নির্ণয়ে ব্যর্থ হয়ে রোগীকে রেফার করেন বাইরের হাসপাতালে। চিকিৎসকদের মতে, এই রোগের বিরুদ্ধে লড়াইটা হওয়া উচিত একটি 'টিম ওয়ার্ক'। তা না থাকার কারণেই মনোবল হারাতে বাধ্য হন রোগীসহ তার পরিবার।

বর্তমানে পেটের ছোট ক্যান্সার বা স্তন ক্যান্সার বা মুখমন্ডলের ক্যান্সারের অস্ত্রোপচারে ব্যবহৃত হচ্ছে ল্যাপারোস্কোপি। ওপেন সার্জারির জায়গায় একটু ছোট ফুটো করে অস্ত্রোপচার হওয়াতে মানসিক ও শারীরিক ধকল কম হয় বলে জানালেন চিকিৎসকগন। তাদের বক্তব্য, ক্যান্সারের অস্ত্রোপচার সবচেয়ে আধুনিক পদ্ধতি হল রোবোটিক সার্জারিরাজারহাটের একটি ক্যান্সার হাসপাতাল এবং বাইপাসের ধারের একটি ক্যান্সার হাসপাতালে ইতিমধ্যেই চালু হয়েছে এই রোবোটিক সার্জারি। রাজারহাট ক্যান্সার হাসপাতালের এক কর্মকর্তা জানান, প্রায় দেড় বছর ধরে হাসপাতালে কোলন, কিডনি, ব্লাডার প্রভৃতির অস্ত্রোপচারে ব্যবহৃত হচ্ছে এই রোবোটিক সার্জারি। ভবিষ্যতে এই চিকিৎসাপদ্ধতি আরও প্রসারিত করার জন্য চিকিৎসকদের প্রশিক্ষণের প্রয়োজন আছে বলে মনে করেন ক্যান্সার বিশেষজ্ঞ গৌতম মুখার্জি, সুবীর গঙ্গোপাধ্যায়, আশীষ মুখোপাধ্যায় প্রমুখ। জেনেটিক ডায়াগনোসিসের মাধ্যমে বর্তমানে বিআরসি ওয়ান, বিআরসি টু, পি ৫৩ প্রভৃতি জীন পরীক্ষা করে জানা যাবে শরীরে কোন জিনে লুকিয়ে রয়েছে ক্যান্সারের বীজ। নিউটাউনের একটি বেসরকারি পরীক্ষাকেন্দ্র ইতিমধ্যেই এই পদ্ধতি চালু করেছে কলকাতায়।

চিকিৎসকদের মতে, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলির অংশগ্রহণ অতি আবশ্যক। ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা জনসাধারণের নাগালে আনতে কলকাতায় গড়ে তোলা হোক আরো কয়েকটি প্রতিষ্ঠান ভিত্তিক ক্যান্সার চিকিৎসার পরিকাঠামো, দাবি চিকিৎসকদের।     

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...