“ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস” – এই গানটি আজকের দিনে ঠিক কতটা তা বোঝাই যাচ্ছে। একসময় বাচ্চারা রোদ-জল-বৃষ্টিতে মাঠে নেমে খেলাধূলা করত, আজ আজকের দিনের বাচ্চারা বন্দী ভিডিও গেমে। আর এই বিষয়টিকেই থিমের মাধ্যমে তুলে আনতে চলেছে টালা উত্তরায়ণ ক্লাব।‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল টালা উত্তরায়ণ ক্লাব।
সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সম্পাদক দেবদীপ ঘোষ, কোষাধ্যক্ষ সুমন ঘোষ এবং সদস্য সৌম্যজিত ঘোষ।এর আগের বছর সাবেকি পুজো করলেও এবছর যুগের সাথে তাল মিলিয়ে থিম পুজোর দিকেই হাত বাড়াল টালা উত্তরায়ণ। আর এই বছর তাদের থিম ‘হারানো শৈশব’।
এই বছর টালা উত্তরায়ণ ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন হতে চলেছে দ্বিতীয়া কিংবা তৃতীয়ায়। ঐদিন কুইজ প্রতিযোগীতা ছাড়াও অন্যান্য আরও প্রতিযোগীতার আয়োজন করা হয়। এছাড়া বিশেষভাবে সম্পন্ন মানুষদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এছাড়া ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মা দুর্গার প্রতি ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়। আর অষ্টমীর খিচুরি বিলি করা হয় সকলকে।দমদম কিংবা কবি সুভাষগামী কোনও মেট্রো ধরে নামতে হবে শ্যামবাজার মেট্রো স্টেশনে। সেখান থেকে কিছুটা হাটলেই পৌছে যাবেন টালা উত্তরায়ণ ক্লাবের পুজোয়।