মা দূর্গা যখন অসুররাজ মহিষাসুরকে শঙ্খ দিয়ে আহ্বান করেছিল, তখন মহিষাসুরের সকল তেজ ও প্রতাপ একেবারে নুইয়ে পড়েছিল। আর কার্যত সেই শঙ্খধ্বনিই আহ্বান করেছিল যুদ্ধের। সেই শঙ্খকে নিয়ে এবছর টালা দক্ষিণ পল্লী সাধারণ দুর্গোতসব কমিটি থিম বানাতে চলেছে।
‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল টালা দক্ষিণ পল্লী সাধারণ দুর্গোতসব কমিটির সদস্যরা। সঞ্চালক শ্রেষ্ঠার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন কমিটির সদস্য সৌমেন দাস এবং এই কমিটির পুজোর দুই থিম আর্টিস্ট সৌনক ও সৌভিক।
অন্যান্য ক্লাব তাদের পুজো মন্ডপ করেন হয় থিম নইলে সাবেকি। কিন্তু টালা দক্ষিণ পল্লী সাধারণ দুর্গোৎসব কমিটি তাদের পুজোর মন্ডপ করতে চলেছে থিম ও সাবেকিয়ানার মেলবন্ধনে। এই বছর তারা ৫২তম বর্ষে পা দিতে চলেছে। আর এই বছর তাদের থিমের নাম ‘শঙ্খিনী’।
শুধুমাত্র পাড়ার মানুষদের জন্যই নয়, সাধারণ দর্শনার্থীদের জন্যও ভোগের ব্যবস্থা করে রাখেন তারা। অষ্টমীর দিন ভোগ দেওয়া হয় সকলকে। পোলাও, আলুরদম, পায়েস ও চাটনির মাধ্যমে পেটপুজোর জমজমাটি আয়োজন করে থাকেন তারা। এছাড়া দশমীতে সিঁদুরখেলা ও বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর। আর শেষে দ্বাদশীর দিন মাকে বিদায় জানায় এই কমিটি।
দমদম কিংবা কবি সুভাষগামী কোনও মেট্রোয় উঠে নামতে হবে শ্যামবাজার মেট্রো স্টেশনে। সেখান থেকে কিছুটা হাটলেই পৌছে যাবেন টালা দক্ষিণ পল্লী সাধারণ দুর্গোৎসব কমিটির পুজো মন্ডপে।