বর্ষা তো এসে গেছে কিন্তু আপনি কি তৈরী? বর্ষায় মন মেতে ওঠে খুশির আমেজে| মনোরম ও রোমান্টিক হয়ে যায় আশপাশের পরিবেশ| এই বর্ষার সময় লেখকরা নিজেদের লেখার ভিতর রোমান্টিসিজম জাগিয়ে পরিবেশ বর্ণনায় মাতেন| কারোর কারোর বৃষ্টি খুব ভালো লাগে, আবার কেউ কেউ মনে করেন বৃষ্টিতে দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটে| সে যাই হোক না কেন, একটি বিষয়ে আমরা সবাই একমত, যে বর্ষায় আমাদের যেটা সবথেকে ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো আমাদের চুল| বর্ষার জলে চুলের রুক্ষতা বাড়ে আর আর চুল পড়ার সমস্যা অনেকটাই বেড়ে যায়| আর যদি আপনি বৃষ্টিতে ভেজেন, তাহলে তো কথাই আলাদা| বর্ষায় চুলের রুক্ষতা কমানোর জন্য চুলকে কন্ডিশনারের পরতে ঢেকে রাখুন।এখন তো আবার রিভার্স কন্ডিশনিং এর ট্রেন্ড চলছে| কিন্তু বাজারে পাওয়া কন্ডিশনার গুলো ব্যবহার করলে চুলের সমস্যা বাড়বে বই কমবে না| তাহলে উপায় কি?
জেনে নিন প্রাকৃতিক উপায় বানানো কিছু কন্ডিশনার:
১. নারকেল তেল আমাদের চুলের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে| বর্ষায় চুলের জন্য ৪ চামচ(চুলের মাপ অনুযায়ী কমবেশি) নারকেল তেল আর সাথে ২ চামচ মধু মিশিয়ে একটু গরম করে নিতে হবে| এই মিশ্রণটি ভেজা চুলে লাগাতে পারেন|
২. টক দই, ডিম আর মেয়োনিজ মিশিয়ে একটি প্যাক বানিয়ে সেটিকে সমস্ত চুলে লাগাতে পারেন| এটি আপনার চুলকে রুক্ষতা থেকে বাঁচাবে|
3. চুলের জন্য দারুচিনি আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, দারুচিনি বেটে নিন বা দারুচিনি গুঁড়ো নিন ২ চামচ আর ৪ চামচ দই, ২ চামচ মধু এবং ২টি ডিম নিয়ে মিশিয়ে নিতে পারেন| এই মিশ্রণটি হালকা গরম করুন| এবার এটি ঠান্ডা হলে চুলের গোড়ায় ভালো করে লাগাতে হবে|
এইসব মিশ্রণগুলি চুলে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা লাগিয়ে রেখে ধুয়ে নিন, দেখবেন চুলের রুক্ষতা কমবে| সপ্তাহে ২ থেকে ৩ বার এই উপায়গুলি মেনে চললে এতে বর্ষাতেও চুলে আর্দ্রতা বজায় থাকবে, ফল আপনি নিজেই বুঝতে পারবেন|
এছাড়াও শ্যাম্পু ও কন্ডিশনিং করার পর আপনি নিমজল অথবা মেথি ভেজানো জল দিয়ে চুল ধুতে পারেন| এতে চুলের জেল্লা বাড়বে|