দেশের ২০ টি রাজ্য নিয়ে করা একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হলো সম্প্রতি| সেই রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় ঘুষ নেওয়ার ঘটনা প্রায় ১০% কমেছে দেশে| দিল্লি, হরিয়ানা, গুজরাট, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, পাঞ্জাব, ঝাড়খন্ডসহ বেশ কিছু এলাকার মানুষ এই দুর্নীতির শিকার বেশি হয়েছেন বলেই সমীক্ষার রিপোর্টে প্রকাশ পেয়েছে|
ইন্ডিয়া করাপশন সার্ভে ২০১৯ এর রিপোর্ট অনুযায়ী, এই সার্ভেটি করার জন্য তারা ২৪৮টি জেলা থেকে মোট ১,৯০,০০০টি প্রতিক্রিয়া পেয়েছেন| সেই রিপোর্ট থেকেই জানা গেছে, গত ১২ মাসে মোট ৫১% ভারতীয় বিভিন্ন কারণে ঘুষ দিয়েছেন|এই সার্ভেটি ‘ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া’-র তরফ থেকে মূলত করা হয়েছিল|
‘ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার করাপশন পারসেপশন ইনডেক্স ২০১৮ অনুযায়ী, তিনটি জায়গায় আগের তুলনায় এই দুর্নীতি অনেকটাই কমেছে| ১৮০ টি দেশের মধ্যে ৭৮ এ অবস্থান করছে| ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া হল অরাজনৈতিক, অবৈতনিক এবং সম্পূর্ণ বেসরকারী একটি দুর্নীতি দমনকারী সংস্থা|
ভারতীয় সংবিধান অনুযায়ী, ঘুষ নেওয়া আইনত দন্ডনীয় অপরাধ| কেউ ঘুষ নিতে গিয়ে ধরা পড়লে তার সাত বছরের জেল, জমিমানা কিংবা দুটিই হতে পারে|