ভ্যান গঘের আত্মপ্রতিকৃতি থেকে শুরু করে মিশরের মমি সবই এখন থেকে দেখার সুযোগ মিলবে বাড়ি বসে। সঙ্গে থাকবে গাইড। ইতিহাস জানতে এবং মিউজিয়াম দেখতে যেসব মানুষ ভালোবাসেন তাঁদের জন্য এমন সুযোগ দিচ্ছে পৃথিবীর বিখ্যাত সংগ্রহশালাগুলো।
ব্রিটিশ মিউজিয়াম, আমস্টারডমের ভ্যান গঘ মিউজিয়াম, প্যারিসের লুভ্যের মিউজিয়াম এই সুযোগ দিচ্ছে। দর্শকরা এই সব মিউজিয়ামের ওয়েব সাইটে ঢুকলে দেখতে পারবেন সংগ্রহ। দেখা যাবে লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা, মিশরের মমি, ঊনবিংশ শতাব্দীর কাঠের যুদ্ধ জাহাজ এরকম আরও অনেক সংগ্রহ।
ভ্যান গঘ মিউজিয়ামে ভ্যান গঘের কাজের সঙ্গে সঙ্গে পল গঁগা, এমিলি বার্নার্ড এর শিল্প সংগ্রহও দেখা যাবে। সমস্ত শিল্প সংগ্রহের খুঁটিনাটি, ইতিহাস, সংগ্রহের তথ্যও অডিয়ো মাধ্যমে জানা যাবে।