বেশ কিছু বছর আগে থেকেই আগ্রার তাজমহলের রং মলিন হয়ে যাচ্ছে। শিল্পের আধুনিকীকরণ এবং দূষণের মাত্রা দিনের পর দিন বেড়ে যাওয়ার ফলেই এই অবস্থা বলে জানা গেছে। এর ফলে এই স্থাপত্যের বেশ কিছু অংশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ -এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাজমহলের ৪০০টি পাথর বদলানো হবে|
গতকাল অর্থাৎ ৪ নভেম্বর দিল্লিতে যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৪১, সেখানে আগ্রায় ছিল ৩৪৯ যা যথেষ্ট উদ্বেগজনক। পাশাপাশি প্রতি বছর প্রচুর সংখ্যক দর্শনার্থী তাজ পরিদর্শনে আসেন, এর ফলেও অতিরিক্ত পর্যটকদের চাপে ওই সৌধের ক্ষতি হচ্ছে। এই কারনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত জায়গার চারপাশে ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে সেগুলি সরাসরি কোনও পর্যটকের কারনে ক্ষতিগ্রস্ত না হয়। তাজমহলের মেঝেও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। এইভাবে সবদিক বিবেচনা করে এএসআই সিদ্ধান্ত নিয়েছে, তাজমহলের 'চামেলি ফার্স'-এর ৪০০টি পাথর বদলানো হবে। এর জন্য টেন্ডারও বের করেছে এএসআই। যে পাথরগুলি বদলানো হবে, তার মধ্যে বেশিরভাগই লাল রঙের স্যান্ডস্টোন। কিছু রয়েছে সাদা মার্বেল পাথর। যাদের গড় আয়তন এক বর্গফুট থেকে নয় বর্গইঞ্চি। সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ৪০০ পাথর বদলাতে খরচ হবে আনুমানিক ২২ লক্ষ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, তাজমহলের মূল গম্বুজ ঘিরে চারপাশের এলাকাকে 'চামেলী ফার্স' এলাকা বলা হয়।
বর্তমানে পাথরগুলি ভারতের বিভিন্ন জায়গায় পাঠানো হবে। রাজস্থানের বংশী পাহাড়পুর থেকে ওই পাথরগুলি আনা হবে বলে জানা গেছে।