পতাকাধারক তেজিন্দর

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত আসন্ন ত্রয়োদশ সাউথ এশিয়ান গেমসে ভারতের পতাকাধারক হবেন শটপাট থ্রোয়ার তেজিন্দর পল সিং তুর। সম্প্রতি ভারতের অলিম্পিক নিয়ামক সংস্থা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তরফ থেকে এই কথা জানানো হয়। প্রসঙ্গত, রাঁচির বিরসা মুন্ডা অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজিত ৫৩তম ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে তৃতীয় সুযোগে ২০.৯২ মিটার দুরুত্বে থ্রো করে নিজের রেকর্ড ভাঙেন তিনি। এর আগে এশিয়ান গেমসে ২০.৭৫ মিটার দুরুত্বে ছুড়ে স্বর্ণ পদক জেতেন তুর।

এই নিয়ে তৃতীয় বার নেপালের মাটিতে আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট। গোটা বিশ্ব থেকে প্রায় ২৭ শ অ্যাথলেট অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। তাদের মধ্যে থেকে ১ হাজার ১১৯ টি পদক তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে, যাদের মধ্যে আছে ৩১৯ টি স্বর্ণপদক। তবে ভারত থেকে ৪৯৯ জন প্রতিযোগি অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। ডিসেম্বরের  ১০ তারিখ, সমাপ্তি ঘটবে এই টুর্নামেন্টের। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...