বাড়ছে দূষণ কমছে তাজমহলের শুভ্রতা| বেশ কয়েকমাস আগে বৃষ্টিতে ভেঙ্গে পড়েছে তাজমহলের একটি স্তম্ভ| সারা বছর বিদেশী পর্যটকের আনাগোনা লেগেই থাকে সেখানে, পৃথিবীর সপ্তম আশ্চর্য্য তাজমহল বহুগুনে সুন্দর বলা চলে| কিন্তু দিনের পর দিন সঠিক রক্ষনাবেক্ষনের অভাব, অন্যদিকে মথুরা পরিশোধনাগারের বর্জ্যের প্রভাব এমনিতেই নষ্ট করছে তাজের শুভ্রতা| দিনে দিনে রং পাল্টাচ্ছে তাজের| অন্যদিকে যমুনা নদীতে বাড়তে থাকা বর্জ্য ও প্লাস্টিকের সংখ্যা দিনে দিনে বেড়ে চলায় সেরার শিরোপা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে হয়তো তাজ| কেন্দ্রের অবহেলাও এবিষয়ে পরিলক্ষিত হয়েছে|
সুপ্রিম কোর্টে তা নিয়ে বহুবার ভৎসনার মুখেও পড়তে হয়েছে কেন্দ্রকে, তবে এবার কেন্দ্রের তরফে তাজের রক্ষনাবেক্ষনের জন্য চূড়ান্ত প্রস্তাব পাঠানো হয়েছে যা গ্রহণ করেছে দেশের সর্বোচ্চ আদালত| জানানো হয়েছে যে বনবিভাগ মন্ত্রক ও তাজ ট্রাপজিয়াম জোন ও পরিবেশ বনবিভাগ যৌথভাবে দেখভালের দায়িত্ব নেবে| শুধু ট্রাপজিয়াম জোন ও পরিবেশ বনবিভাগই নয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেলও স্মৃতি সৌধ তাজের দেখভাল করবেন বলে সূত্রের খবর| তাজের সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে বহু বিদেশী পর্যটক এদেশে আসেন ফলে দেশে বিদেশী মুদ্রারও প্রবেশ ঘটে কিন্তু তাজের সৌন্দর্য নষ্ট হলে তাতে ভাটা পড়বে; তার সাথে সাথে পিছিয়েও পড়বে পৃথিবীর এই আশ্চর্য্য|