গত তিন বছরে প্রায় ২ কোটি দর্শক এসেছেন তাজমহলে। আয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। কিন্তু তাজমহলের দেখভাল এবং রক্ষণাবেক্ষণে ব্যয় করা হয়েছে মাত্র ১৩ কোটি ৩৭ লক্ষ টাকা। সম্প্রতি লোকসভার অধিবেশনে এই তথ্য প্রকাশ করেছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল।
টিকিটের দাম এক ধাক্কায় বাড়ালেও তাজমহলে দর্শক আসার সংখ্যা কমেনি বরং বেড়ে চলেছে।
২০১৬-১৭ তে তাজমহলের আয় হয়েছিল ৫৫.০৯ টাকা। দর্শক সংখ্যা ছিল ৬১.৭৭ লক্ষ। পরবর্তী বছরগুলোতে তা লাফিয়ে লাফিয়ে বেড়েছে।
আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার আগ্রা সার্কেলের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট বসন্ত কে স্বরানকার জানিয়েছেন, তাজমহলে দর্শক সংখ্যা বাড়ছে এটা অত্যন্ত ইতিবাচক লক্ষণ। দর্শকদের কীভাবে আরও সুযোগ সুবিধা দেওয়া যায় তার জন্য আমরা সারাক্ষণ করে চলেছি।
২৮টি পানীয় জলের কল লাগানো হয়েছে। মহিলাদের জন্য ফিডিং রুমের ব্যবস্থায় আছে।
গত বছর থেকেই বাড়ানো হয়েছে তাজমহলের প্রবেশমূল্য। এই হেরিটেজ সৌধটি দেখতে ভারতীয়দের আগে ব্যয় করতে হত ৪০ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা। বিদেশিদের জন্য আগে ছিল ১০০০ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১১০০ টাকা। সমাধিক্ষেত্রের ভিতরে প্রবেশের জন্য আলাদা করে ২০০ টাকা মূল্যের টিকিট ।