খোঁজ পাওয়া গেল গুরু প্রসাদের

অবশেষে চেন্নাইয়ের তাজ হোটেল খুঁজে পেলেন সেই কর্মীকে যাকে শচীন তেন্দুলকার খুঁজছিলেন।  সম্প্রতি মাস্টার ব্লাস্টার তার টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি ১৯ বছর আগে চেন্নাইয়ের তাজ  হোটেলের কর্মীর ব্যাপারে জানান, যিনি প্রথম তাকে তার ‘এলবো গার্ডে’- এর ধরন পরিবর্তন করতে বলেছিলেন, যাতে তিনি  আরও ভালো ভাবে খেলতে পারেন। সেই কর্মীর পরামর্শ পরবর্তীকালে তার অনেক কাজে এসেছিলেন বলেও জানান শচীন।  

সেই পোস্ট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে, তাজ হোটেলের কর্মীরা সেই ব্যাক্তির সন্ধান শুরু করেন ও তার ফলও পান।  খোঁজ নিয়ে তারা জানতে পারেন যে সেই ব্যাক্তির নাম গুরুপ্রসাদ। তার খোঁজ পেয়েই তার শচীনের উদ্দেশ্যে টুইটারে জানান যে ওই কর্মীর খোঁজ পাওয়া গেছে।

মাস্টার ব্লাস্টার স্বয়ং তার খোঁজ করছে জানতে পেরে আপ্লুত গুরুপ্রসাদ যোগাযোগ করে তাজ হোটেলের সঙ্গে। এবং শচীনের কাছে তিনি আর্জি জানান তার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য। সেই সময় হোটেলের নিরাপত্তা কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। শচীনের সঙ্গে তার দেখা হয় হোটেলের লিফটে, যেখানে তিনি ‘লিটিল মাস্টারকে’ তার ‘এলবো গার্ড’- এর ধরণ পাল্টানোর পরামর্শ দেন। একজন বিখ্যাত ক্রিকেটার হয়েও শচীন যে তার পরামর্শে গুরুত্ব দেবেন সেটা ভাবতেই পারেননি চেন্নাইয়ের এই বাসিন্দা। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...