চিঠি লিখতে ভালবাসতেন রবীন্দ্রনাথ। বিশ্বাস করতেন চিঠির কালো অক্ষরে, ক্ষুদ্র পরিসরে সারা পৃথিবীকে ধরা যায়। অনুভূতির ঢেউ আছড়ে পড়ে সমুদ্রের স্বাদ এনে দেয়। ভাইঝি ইন্দিরা দেবী কে লেখা চিঠির সংকলন নিয়ে প্রকাশ হয়েছিল ‘ছিন্নপত্রাবলী’। লিখেছিলেন নাটক ‘ডাকঘর’। ছোটগল্প ‘পোস্টমাস্টার’। ‘ডাক’ এর সঙ্গে রবীন্দ্রনাথের আত্মিক সম্পর্ক।
রবীন্দ্রনাথকে নিয়ে প্রথম স্মারক ডাকটিকিট প্রকাশ করে ভারতীয় ডাক বিভাগ। ১৯৫২ সালে প্রকাশিত এই ডাক টিকিটের দাম ছিল ১২ আনা। নব্বইয়ের দশকে বাংলা দেশে থেকে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের ডাকটিকিট।
১৯৬১ সালে রবীন্দ্র জন্ম শতবার্ষিকী তে ভারতীয় ডাক বিভাগ শতবর্ষের স্মারক ডাকটিকিট প্রকাশ করে। ১৫ পয়সা দামের সেই ডাকটিকিটে রবীন্দ্রনাথের একটি পোর্ট্রেট ছিল। ডিজাইন করেছিলেন সত্যজিৎ রায়। ছবির ওপরে রবীন্দ্রনাথের স্বাক্ষর।
১৯৭১ এ বিশ্বভারতীর পঞ্চাশ বছর উপলক্ষে একটি ডাকটিকিট প্রকাশ করে ভারতীয় ডাক বিভাগ। একই ফ্রেমে রবীন্দ্রনাথ ও বিশ্বভারতীর মেইন বিল্ডিং-এর ছবি। ১৯৭৮ এ রবীন্দ্রনাথের নিজের আঁকা ছবি দিয়ে এক টাকা মুল্যের ডাক টিকিট প্রকাশিত হয়। চিত্রশিল্পী রবীন্দ্রনাথের প্রতি ভারতীয় ডাকের শ্রদ্ধা।
এছাড়াও পরেও রবীন্দ্রনাথ কে নিয়ে ভারতে ডাক টিকিট প্রকাশিত হয়েছে।
ভারত ছাড়াও পৃথিবীর ৩৩ টি দেশের ডাকটিকিটে তিনি রয়েছেন। সুভ্যেনির শিট, কভার, এনভেলপ, পোস্টকার্ড, অ্যারোগ্রাম, সীলমোহর প্রকাশ করা হয়েছে বিভিন্ন সময়ে।
১৯৬১ তে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে আরও কয়েকটি দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, রুমানিয়া, সোভিয়েত ইউনিয়ন রবীন্দ্রনাথের ডাক টিকিট প্রকাশ করে। এই সমস্ত ডাকটিকিটে মূলত রবীন্দ্রনাথের পোর্ট্রেট রাখা হয়েছিল।
১৯১৩ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নিয়ে সুইডেন একবার সিরিজ ডাক টিকিট প্রকাশ করে। বছরটা ১৯৭৩। ১৪০ অরের ডাকটিকিটে রবীন্দ্রনাথের স্ট্যাম্প প্রকাশিত হয়। ১৯১৩ তে Gitanjali Song Offerings এর জন্য সাহিত্যে নোবেল পেয়েছিলেন তিনি।
গিনি বিসাউ, ব্রিটেন, সেন্ট্রাল আফ্রিকা, ভিয়েতনাম, কমরো আইল্যান্ড থেকেও রবীন্দ্রনাথের ওপর ডাক টিকিট প্রকাশিত হয়েছে। কমরো আইল্যান্ড উইলিয়ম বাটলার ইয়েটস, বার্ট্রান্ড রাসেল, আর্নেস্ট হেমিংওয়ে প্রমুখ কবি লেখকদের নিয়ে একটি সুভ্যেনুর শিট বের করা হয়েছিল তাঁর মধ্যে রবীন্দ্রনাথও ছিলেন।
২০১১ সালে রবীন্দ্র জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ, টুভালু, উরুগুয়ে, শ্রীলঙ্কা, মোজাম্বিক, টোগোলাইজ, গিনি বিসাউ, ভুটান ডাক স্মারক প্রকাশ করে। চীন ২১ টি পোস্টকার্ড প্রকাশ করেছিল।