দেশের প্রথম এবং একমাত্র মহিলা জকি তাপসী

হকি, ক্রিকেটের পর এবার ঘোড় সওয়ারের ভূমিকায় তাপসী পান্নু।

দেশের প্রথম মহিলা এবং একমাত্র পেশাদার 'জকি' রূপা সিং এর বায়োপিকে নাম ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।

রূপা সিং ভারতের প্রথম পেশাদার হর্স জকি। জন্ম এবং বড় হয়ে ওঠা চেন্নাই শহরে। বাবা ইউ নারপত সিং রাঠোর নিজেও জকি ছিলেন। তাঁর অনুপ্রেরণাতেই  রূপা পেশাদার জকি হয়ে ওঠেন। পুরুষ প্রধান পেশায় একজন মহিলার প্রবেশকে স্বাভাবিক ভাবেই খুব সহজভাবে গ্রহণ করা হয়নি। কিছুটা যেন ‘অনুপ্রবেশকারী’র চোখেই দেখা হয়েছিল তাঁকে। কিন্তু লড়াইয়ের ময়দানে নিজের জেদ আর সাহস দিয়ে একদিন ‘সেরা’ হয়ে ওঠেন। রূপা সিং-এর সেই জার্নিই উঠে আসবে ছবিতে।  

FotoJet - 2019-08-01T143021.818

বলিউডের একই সূত্র জানাচ্ছে ‘নাম শাবানা’ ছবির পরিচালক শিবম নায়ার রূপা সিং এর জীবনকে পর্দায় আনার পরিকল্পনা করছেন। স্ক্রিপ্ট লেখার কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাপসী আগ্রহ দেখিয়েছেন ছবিটি নিয়ে।

সব কিছু ঠিকমতো এগোলে আগামী বছর শুটিং শুরুর কথা ভাবা হচ্ছে।   

‘পিঙ্ক’- এর পর থেকেই বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাপসীকে। বলিউড এবং দক্ষিনী দুই ইন্ডাস্ট্রিতেই।

‘সুর্মা’র পর থেকেই একের পর এক বায়োপিকের অফার পেয়ে চলেছেন 'পিঙ্ক গার্ল'।হকি স্টার সন্দীপ সিং এর বায়োপিক ‘সুর্মা’তে হকি খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তাপসী পান্নু সম্প্রতি জানা গিয়েছে তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালী রাজের বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে তাঁকে।   

FotoJet (65)

দু’বছর আগে মিতালীর রাজের বায়োপিকের কথা ঘোষণা করেছিল ভায়াকম ১৮ মোশন পিকচার্স। কিন্তু কেন্দ্রীয় চরিত্রে কোন তারকা থাকবেন তা জানা যায়নি। সম্প্রতি সামনে  এসেছে তাপসীর নাম।

স্বাধীনতা দিবসের দিন রিলিজ হবে ‘মিশন মঙ্গল’। সেই ছবিতেও দেখা যাবে তাপসীকে। মহিলা বিজ্ঞানীর চরিত্রে। এই বছরেই ‘বদলা’, ‘মূল্ক’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...