যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় বিপন্ন মানবতার মুখ সিরিয়ার এই পিতা-পুত্রী

যতবার  বিস্ফোরণের শব্দে কেঁপে উঠবে পায়ের তলার মাটি, ঠিক ততবার হাসির শব্দে ঝকমকিয়ে উঠবে তছনছে আশপাশ।

 এভাবেই জীবনের পাঠ দিচ্ছেন এক রত্তি কন্যেকে এক সিরিয়ার বাবা। যুদ্ধ বিধস্ত সিরিয়ায় ভয় ভুলে মেয়েকে এভাবেই হাসতে শেখাচ্ছেন আত্মজাকে। জীবনের অনিশ্চয়তায় বুক কেঁপে ওঠার আগে প্রাণপণ প্রতিরোধ। তবে সে প্রতিরোধ হাসি দিয়ে।

সম্প্রতি এমন এক ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বাবা আর মেয়ের হাসির উচ্ছ্বাসে ঢাকা পড়ে গিয়েছে বিস্ফোরনের আওয়াজ।

ভিডিওটি টুইট্যারে শেয়ার করেন আলি মুস্তাফা নামে এক সাংবাদিক। চার বছরের মেয়ে সেলভা আর তার বাবা আবদুল্লাকে দেখা যাচ্ছে ভিডিওতে। তারা সিরিয়ার ইডলিবের বাসিন্দা। মেয়েকে বাবা হাসি দিয়ে ভয়কে দূরে রাখার খেলা শেখাচ্ছেন।

ভিডিওটি পোস্ট করে ওই সাংবাদিক লিখেছেন, ‘ কী বেদনার হয়ে উঠেছে এই পৃথিবী। ইডলিব- এর মাটিতে প্রতি বিস্ফোরণে হেসে ওঠে তারা। যাতে সেলভা ভয় না পায়।

ভিডিয়ো দেখে স্তম্ভিত নেটিজেনরা।

এই ভিডিয়ো যখন পোস্ট করা হয় তখন দফায় দফায় বোমা বর্ষণ হয়ে চলেছে সিরিয়ায়। শ’খানেক মানুষ নতুন করে ঘরহারা হয়েছেন। গত কয়েকদিন ধরেই সিরিয়ার ইডলিব শহরে  সিরিয়া এবং তুরস্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিদ্রোহীদের হাত থেকে ইদলিব প্রদেশ পুনরুদ্ধার করার জন্য সেনা মোতায়েন করেছে সিরিয়া। সিরিয়ার এই পদক্ষেপ প্রতিহত করতে তৎপর হয়েছে তুরস্ক। আর তাতেই নতুন করে অশান্ত হয়ে উঠেছে ইডলিব।

জাতি সংঘের পরিসংখ্যান অনুযায়ী অক্টোবর থেকে এখনও পর্যন্ত প্রায় আট লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছে।  

 

 

     

এটা শেয়ার করতে পারো

...

Loading...