অবহেলা করলে কতটা বিপদজনক হয়ে উঠতে পারে অ্যাপেন্ডিক্সের সমস্যা?

কথায় আছে পেট ব্যথা রোগের নাকি কোনও ওষুধ নেই। পেট ব্যথা নাকি এক এমনি এমনি রোগ। তা এমনি এমনি হয় আবার নাকি এমনি এমনি সেরে যায়!

পেট ব্যথা নিয়ে এমন মজা আকচার চলতে থাকে ক্লাসরুম থেকে বন্ধুদের আড্ডায়। কিন্তু এই পেট ব্যথা মোটেই আর নিছক মজার থাকে না যদি সেই ব্যথা অ্যাপেন্ডিক্সের জেরে হয়।

সাধারণভাবে পেট ব্যথা একাধিক কারণে হতে পারে। গ্যাস, বদহজম থেকে শুরু করে মহিলাদের মাসিক ঋতুস্রাব, কিন্তু সেই ব্যথার থেকে অ্যাপেন্ডিক্সের ব্যথা একেবারেই আলাদা। এই ব্যথা শুধু রোগীকে কাবু করে না সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন না হলে জীবন বিপন্ন হয়ে পড়ার আশংকাও দেখা যায়।

 

অ্যাপেন্ডিক্স কী?

অ্যাপেন্ডিক্স খাদ্যনালীর বৃহদন্ত্র অংশের সংযোগস্থলে অবস্থিত আঙুলের মতো দেখতে ছোট্ট এক থলি। এই অঙ্গ শরীরের বাড়তি অঙ্গ। কোনও কারণে আঘাত বা সংক্রমণ হলে অ্যাপেন্ডিক্স সংক্রমিত হয়। ফুলে ওঠে। ব্যথা হয়। ডাক্তারি পরিভাষায় একেই অ্যাপেন্ডিসাইটিস বলা হয়।

 

কেন হয় অ্যাপেন্ডিক্সের  সমস্যা?

কোন কারণে অ্যাপেন্ডিক্সে খাদ্য বা মল ঢুকে গেলে, কৃমি আটকে গেলে সেখানে রক্ত ও পুষ্টির অভাব দেখা দেয়। এ অবস্থায় নানান প্যাথোজেনের আক্রমণে অ্যাপেনডিক্সে জ্বালা, সংক্রমণ হয় এবং বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

অ্যাপেন্ডিক্সের  সমস্যার লক্ষণ একাধিক। প্রাথমিকভাবে শুরু হয় পেটে ব্যথা দিয়ে। এছাড়া কোষ্ঠ কাঠিন্য, ক্ষুধামান্দ, বমি ভাব জ্বরও থাকে। তবে সব কিছুকে ছাপিয়ে যায় পেট জুড়ে তীব্র বেদনা। অ্যাপেন্ডিক্স ফেটেও যায় অনেকসময় তখন রোগীর সংকট জটিল হয়ে ওঠে।

অ্যাপেন্ডিক্সের সমস্যা থেকে রেহাই পেতে অস্ত্রপ্রচারই বেশিরভাগ ক্ষেত্রে একমাত্র সমাধান হিসেবে কাজ করে। এখন ল্যাপারোস্কোপি করে  অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়। ল্যাপারস্কোপিক সার্জারি বর্তমানে বেশ জনপ্রিয়। পেটে ছোট তিনটি বা চারটি গর্ত করে, বিশেষ ক্যামেরা প্রবেশ করিয়ে এই সার্জারি করা হয়। 

আনন্দলোক হসপিটালের সার্জারি ইউনিটে অ্যাপেন্ডিক্সের সমস্যায় ল্যাপারোস্কোপির ব্যবস্থা আছে। এ সংক্রান্ত বিষয়ে তথ্য পাবেন সংস্থার ওয়েবসাইট এবং হেল্পলাইনে   

এটা শেয়ার করতে পারো

...

Loading...